সময়ের পথ ধরে ফের আরেকটি উৎসব। এবার গ্রেটেস্ট শো অন আর্থ-বিশ্বকাপ ফুটবল। লড়াই মরুর দেশ কাতারে। যেখানে রোববার স্বাগতিক কাতার ও ইকুয়েডর ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২২তম ফুটবল বিশ্বকাপের। কাতারের আট স্টেডিয়ামে লড়াই ৩২ দেশের!
তবে এবার আয়োজন নিয়ে নানা কথা হচ্ছে। কাতারের গরম চলছে সমালোচনা। যদিও নিয়ম ভেঙে এবার বিশ্বকাপ হচ্ছে শীতে।
কাতার ও ইকুয়েডরের ম্যাচটি হবে আল খোর স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠান চলবে টানা ৪৫ মিনিট। ৬০ হাজার একসঙ্গে বসে খেলা দেখা যাবে।
চার বছর পর আবার ফুটবলের মিলনমেলা। এ মিলনমেলা চলবে এক মাস। ধারণা করা হচ্ছে, এবারের বিশ্বকাপের দিকে চোখ থাকবে প্রায় ৫০০ কোটি মানুষের। যা পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।
কাতার সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। ২২০ বিলিয়ন ডলার খরচ করেছে দেশটি। কাতারের সবচেয়ে বেশি খরচ হয়েছে অবকাঠামো নির্মাণে। নতুন করে ছয়টি স্টেডিয়াম নির্মাণ করেছে আয়োজকরা। ফুটবলের অবকাঠামো নির্মাণে খরচ করেছে ৬.৫ বিলিয়ন থেকে ১০ বিলিয়ন ডলার। বাকি প্রায় ২১০ বিলিয়ন ডলার বিমানবন্দর, নতুন রাস্তা, হোটেলসহ উদ্ভাবনী হাব এবং অত্যাধুনিক পাতাল পরিবহনের উন্নয়নে ব্যয় হয়েচে।
২০১৮ সালে বিশ্বকাপ আয়োজনে রাশিয়া ১১.৬ বিলিয়ন ডলার খরচ করে। ব্রাজিল ২০১৪ সালে করে ১৫ বিলিয়ন ডলার। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খরচ হয় ৩.৬ বিলিয়ন ডলার। জার্মানি ২০০৬ সালে ৪.৩ বিলিয়ন ডলার, জাপান ২০০২ সালে ৭ বিলিয়ন ডলার খরচ করে।
কাতার প্রায় ২৯ লাখ জনসংখ্যার দেশ হলেও এখানে অভিবাসী অনেক। যার বড় অংশজুড়ে রয়েছে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ।
২৯ দিনব্যাপী ফুটবল মহোৎসবের জন্য নানান স্তরের সমর্থকদের আমন্ত্রণ জানানোর অপেক্ষায় ৮টি স্টেডিয়াম। অবশ্য যারা নিরলস পরিশ্রম করে কাতারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের ক্ষোভ আলোচনায় এসেছে। বিশ্বকাপকে সামনে রেখে ৮টি স্টেডিয়াম নির্মাণের পেছনে যাদের অবদান অনেক, সেই শ্রমিকদেরই কিনা দোহা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তবে মাঠে বল গড়াতেই সব বিতর্ক উবে যাবে। তখন লিওনেল মেসি-নেইমারদের নিয়ে ব্যস্ত থাকবে বিশ্ব।
কোন দল কোন গ্রুপে
গ্রুপ এ: কাতার, ইকুয়েডর, নেদারল্যান্ডস, সেনেগাল।
গ্রুপ বি: ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ওয়েলস।
গ্রুপ সি: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড।
গ্রুপ ডি: ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, তিউনিসিয়া।
গ্রুপ ই: স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান।
গ্রুপ এফ: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া।
গ্রুপ জি: ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন।
গ্রুপ এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া।
Discussion about this post