ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আন্তর্জাতিক অঙ্গনে তাকে বলা হয় বাংলাদেশের কন্ঠস্বর। কমেন্ট্রি বক্সে টাইগার ক্রিকেটের জয়গানই শোনা যায় তার মুখে। সেই আতহার আলী খানও থাকছেন এবারের বিশ্বকাপে।
অবসরের পর থেকেই ধারাভাষ্যবার হিসেবে ক্রিকেটে জড়িয়ে আছেন তিনি। তবে এবারই প্রথম দেখা যাবে বিশ্বকাপের ময়দানে, কমেন্ট্রি বক্সে।
৩০ মে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া আসন্ন বিশ্বকাপে সেই স্বপ্ন পূরণ হচ্ছে আতহার আলীর। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্র্রফিতে ধারভাষ্য দেন তিনি।
এবারের বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন মোট ২৪ জন। সম্প্রচারে প্রথমবারের মতো ৩৬০ ডিগ্রি রিপ্লে প্রযুক্তি ব্যবহার করা হবে। ৪৬দিনে অনুষ্ঠিত হবে ৪৮টি ম্যাচ। যার প্রতিটিই সরাসরি সম্প্রচারিত হবে।
সরাসরি সম্প্রচারে ৩২টি ক্যামেরা থাকবে। দেখা যাবে ৮টি হক-আই আল্ট্রা মোশন ক্যামেরা।
এবার আতহার আলীর মতো অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হবে বিশ্বকাপে।
বিশ্বকাপ ক্রিকেটে ধারাভাষ্যে থাকবেন যারা-
নাসের হুসেইন, ইয়ান বিশপ, সৌরভ গাঙ্গুলি, কুমার সাঙ্গাকারা, মেলানি জোনস, মাইকেল আর্থারটন, অ্যালিসন মিচেল, ব্রেন্ডন ম্যাককালাম, গ্রায়েম স্মিথ, ওয়াসিম আকরাম, মাইকেল ক্লার্ক, শন পোলক, মাইকেল স্লাটার, মার্ক নিকোলাস, মাইকেল হোল্ডিং, ইশা গুহু, পমি মাবাঙ্গুয়া, সঞ্জয় মাঞ্জেরকার, হর্শা ভোগলে, আতাহার আলী খান, সাইমন ডুল, ইয়ান স্মিথ, ইয়ান ওয়ার্ড ও রমিজ রাজা।
Discussion about this post