একদিন আগেই দল ভেসেছে সাফল্যের আনন্দে। ভারত থেকে তিন দলীয় যুব ওয়ানডে টুর্নামেন্ট জয়ের খবর যখন তাজা, তখন আরেক সুখবর পেলেন রকিবুল হাসান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল দিয়েছে বিসিবি। যেখানে দলকে নেতৃত্ব দেবেন গত আসরের শিরোপা জয়ী দলের এই সদস্য। সেই প্রান্তিক নওরোজ নাবিল ও তানজিম হাসান সাকিবও আছেন দলে।
১৬ সদস্যের দল থেকে বাদ পড়লেন জিশান আলম। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রকিবুল দলের সর্বোচ্চ উইকেট শিকারি। বাঁহাতি এই স্পিনার ৬ ম্যাচে ১২ উইকেট নেন। গত যুব বিশ্বকাপে খেলার আগে বাংলাদেশ যুবারা অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলে প্রস্তুতি নিয়েছে। এবার কোভিড পরিস্থিতির কারণে সেই সুযোগ হয়নি।
২০২২ সালের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজে বসবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। তার আগে সংযুক্ত আরব আমিরাতে বসবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এই দুই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এশিয়া কাপে অংশ নিতে আগামী ২০ ডিসেম্বর আরব আমিরাতে যাবে রকিবুলের দল। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা, নেপাল ও কুয়েত।
যুব বিশ্বকাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে আছে ভারত, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও উগান্ডা। ‘সি’ গ্রুপে পড়েছে পাকিস্তান, আফগানিস্তান, পাপুয়া নিউ গিনি ও জিম্বাবুয়ে। আর ‘ডি’ গ্রুপে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। ১৬ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু বাংলাদেশের।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
রকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, মেহরব হাসান, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, নাইমুর রহমান নয়ন।
রিজার্ভ: আহসান হাবিব লিওন, জিশান আলম।
স্ট্যান্ড বাই: মহিউদ্দিন তারেক, তৌহিদুল ইসলাম, শাকিব শাহরিয়ার ও গোলাম কিবরিয়া।
Discussion about this post