ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশের বিশ্বকাপ দল অনেকটাই চূড়ান্ত ছিল। বিশেষ করে ১৩ জনকে নিয়ে যে খুব একটা দ্বিধা ছিল না। ১৫ জনের দলে বাকি দুজন কে, তা নিয়েই চলছিল সমীকরণ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার দুপুরে সেই রহস্যের ইতি টানলেন নির্বাচকরা। ঘোষিত হয়েছে বিশ্বকাপের বাংলাদেশ দল। দলে পঞ্চম পেসার হিসেবে আছেন আবু জায়েদ রাহি আর ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়লেন পেসার শফিউল ইসলাম ও অফ স্পিনার নাঈম হাসান। জায়গা পাননি তাসকিন আহমেদও।
যথারীতি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সহ-অধিনায়ক সাকিব আল হাসান। আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহীম আর মাহমুদউল্লাহ রিয়াদ। দলে রয়েছেন রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোহাম্মদ সাইফউদ্দিন ও সাব্বির রহমান।
ওয়ানডে অভিষেক না হওয়া আবু জায়েদ রাহীকে ইংলিশ কন্ডিশনের কথা ভেবে বিশ্বকাপ দলে নিয়েছেন নির্বাচকরা। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেই ওয়ানডে খেলার অভিজ্ঞতাটা ভাল হলে জায়গা মিলবে বিশ্বকাপেও!
একই সঙ্গে আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দলও দিয়েছেন নির্বাচকরা। বিশ্বকাপের দল ১৫ জনের হলেও আয়ারল্যান্ডের দলে থাকছেন ১৭ জন।
বাংলাদেশ বিশ্বকাপ দল-
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি ও মুস্তাফিজুর রহমান ।
আয়ারল্যান্ড সিরিজের বাড়তি দুজন-
ইয়াসির আলী, নাঈম হাসান।
Discussion about this post