ক্রিকেটপ্রেমীদের জন্য ব্যস্ত সময় কাটছে। বছরের শেষ দিকে আর বাড়বে সেই ব্যস্ততা। বিশ্বকাপ ক্রিকেটের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় হতে যাচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। সময়ের হিসাবে যা ১০০ দিন! শুক্রবার থেকেই ‘বিগ টাইম’-এর ক্ষণগণনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মেলবোর্নের আইকনিক ইয়ার নদীর তীরে।
একদিন আগে ৮ জুলাই অস্ট্রেলিয়ার শহর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের টার্ফে অবস্থিত সেন্টার পিচে শুরু হয় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। যেখানে বসেছিল তারার মেলা। অস্ট্রেলিয়ার তারকা অ্যারন ফিঞ্চ, জর্জিয়া ওয়ারহ্যাম ও টায়লা ভ্লামেনিকের সঙ্গে টি-টুয়েন্টি বিশ্বকাপে ট্রফি ট্যুর উদ্বোধনে দেখা মিলল শেন ওয়াটসন, ওয়াকার ইউনুস ও মর্নে মরকেলদের। বিশ্বকাপ শুরুর সময়ের জন্য উন্মুখ হয়ে আছেন সবাই!
তার আগে বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ শুরু হবে। চারটি মহাদেশের ১৩টি দেশের ৩৫টি স্থানে বেড়াবে ট্রফি। এবারই এই ট্রফি যাবে সবচেয়ে বেশি জায়গায়। প্রথমবাররের মতো ফিজি, ফিনল্যান্ড, জার্মানি, ঘানা, ইন্দোনেশিয়া, জাপান, নামিবিয়া, নেপাল, সিঙ্গাপুর ও ভানুয়াতুতে যাচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপের ট্রফি।
মেলবোর্নে থেকেই শুরু হয়ে গেল ট্রফির বিশ্ব পরিভ্রমণ। ১৬ অক্টোবর জিলংয়ে, যেদিন শুরু হবে প্রথম ম্যাচ বিশ্বকাপ ক্রিকেটের সেদিন ট্রফির ভ্রমণ শেষ হবে! আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস জানিয়ে রাখলেন, ‘আইসিসি পুরুষ টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হতে মাত্র ১০০ দিন বাকি। এবার ট্রফির জন্য অস্ট্রেলিয়ায় ১৬ দল আসছে। রোমাঞ্চকর এক সময় প্রতীক্ষায়।’
Discussion about this post