ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সেমি-ফাইনাল স্বপ্ন ভেঙেছে আগেই। শুক্রবার শুধুই সম্মান লড়াই। তবে এটি বিশ্বকাপে মাশরাফি বিন মতুর্জার শেষ ম্যাচও। দেশের সবচেয়ে সফল ক্যাপ্টেনের বিদায়ী এই ম্যাচটা জয়ে রাঙাতে চায় বাংলাদেশ। এই লড়াই পাকিস্তানের বিপক্ষে টস ভাগ্য কথা বলল সরফরাজ আহমেদের হয়ে।
ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে টস জিতে প্রথমেই ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান। বল হাতে মাশরাফির দল।
ডারবানে কানাডার বিপক্ষে ২০০৩ সালের ১৯ ফেব্রুয়ারি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলেন মাশরাফি। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচেই শেষ তার বিশ্বকাপ অধ্যায়। ১৬ বছরে মাশরাফি চারটি বিশ্বকাপ খেলেছেন। ২৩ ম্যাচে নিয়েছেন ১৯ উইকেট।
ওয়ানডেতে এখন অব্দি ৩৬ বারের সাক্ষাতে পাকিস্তানের ৩১ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ৫টিতে। তবে সর্বশেষ ৪ বারের সাক্ষাতেই জয়ী বাংলাদেশ। আবার বিশ্বকাপে একবারই লড়েছে দুই দল যেখানে ১৯৯৯ সালে জয় তুলে নেয় টাইগাররা। ২০ বছর আগের অনুপ্রেরণা সঙ্গী করেই নামছে দল।
গাণিতিকভাবে শেষ চারের আশা টিকে থাকলেও এই ম্যাচ জিতেও কিছু আসে যাবে না পাকিস্তানের। কারণ তাদের চেয়ে রানরেটে অনেকটা এগিয়ে নিউজিল্যান্ড।
এদিকে শুক্রবারের ম্যাচে চোট কাটিয়ে এক ম্যাচ পর একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ। মুশফিকুর রহিমও আছেন দলে।
দলে নেই সাব্বির রহমান। পেসার রুবেল হোসেনের জায়গায় আছেন স্পিনার মেহেদী হাসান মিরাজকে। একাতবে দশে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ, বাবর আজম, ফখর জামান, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি।
Discussion about this post