ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপে প্রত্যাশার বেলুন চুপসে গেল। সেমি-ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেও শেষ চার অধরা হয়েই আছে। মিশ্র অভিজ্ঞতা নিয়েই ইংল্যান্ডে বিশ্বকাপ মিশন শেষে রোববার বিকেলে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিকাল সাড়ে পাঁচটার দিকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন টাইগার ক্রিকেটারা।
এর আগে শনিবার লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে) এমিরেটস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয় বাংলাদেশ দল। দীর্ঘ ভ্রমণ শেষে রোববার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ১১ টাইগার। আগে থেকে সেখানে তাদের স্বাগত জানাতে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও উৎসুক ভক্তরা।
সেমি-ফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ মিশনে গেলেও ধরা দিয়েছে ৩ জয়ের বিপরীতে ৫ হার। শেষ চারে না ওঠাকে ব্যর্থতা হিসেবে দেখলেন মাশরাফি বিন মর্তুজা।
বিশ্বকাপ শেষে পুরো বাংলাদেশ দল ঢাকায় ফেরেনি। ইংল্যান্ডেই আছেন সাকিব আল হাসান, সাব্বির রহমান, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা অ্যালাইনা হাসান অব্রিকে নিয়ে সাকিব বেড়াবেন ইউরোপের বিভিন্ন শহরে। অন্যরা সপ্তাহখানেক লন্ডনে থেকে ফিরবেন দেশে।
এর আগে ১ মে বিশ্বকাপ ও আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ খেলতে দেশ ছেড়েছিল বাংলাদেশ। সব মিলিয়ে প্রায় সোয়া দুই মাসের লম্বা সফর শেষে রোববার দেশে ফিরছেন মাশরাফিরা।
Discussion about this post