ঘরের মাঠে প্রথম লেগে রোনালদোর একমাত্র গোলেই জিতেছিল পর্তুগাল। মঙ্গলবার রাতে সুইডেনের সোলনাতে ‘সিআর সেভেন’ হ্যাটট্রিকের বিস্ফোরণে দেশকে জেতান ৩-২ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে সুইডেনকে পেছনে ফেলে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে পৌঁছে গেল পর্তুগাল।
দুই তারকার লড়াইয়ে জিতে গেলেন রোনালদোই। আর তাই সুইডিশ তারকা জাতান ইব্রাহিমোভিচকে ব্রাজিল বিশ্বকাপে দর্শক হয়েই থাকতে হবে। এদিকে ফ্রান্স, গ্রিস, ক্রোয়েশিয়ার হাতে বিশ্বকাপের টিকেট। মঙ্গলবার রাতে নিজেদের মাটিতে ইউক্রেনকে ৩-০ গোলে উড়িয়ে (দুই লেগ মিলে ৩-২ গোলে এগিয়ে) ব্রাজিলের টিকেট কেটে ফেলেছে ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এদিকে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আফ্রিকা অঞ্চল থেকে খেলেছিল নাইজেরিয়া, ক্যামেরুন, আইভরি কোস্ট, আলজেরিয়া ও ঘানা। এবারও আফ্রিকা অঞ্চল থেকে এই পাঁচ দেশেই খেলছে বিশ্বকাপে। বিশ্বকাপের মূল পর্বে আগেই নিশ্চিত করেছিল নাইজেরিয়া, ক্যামেরুন ও আইভরি কোস্ট। মঙ্গলবার শেষ দু’দল হিসেবে ব্রাজিলের টিকেট কেটেছে আলজেরিয়া ও ঘানা। বিশ্বকাপের টিকেট কেটেছে মেক্সিকোও।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপের টিকিট পেল যারা
ইউরোপ অঞ্চল
১. ইতালি। ২. নেদারল্যান্ডস। ৩. বেলজিয়াম। ৪. সুইজারল্যান্ড। ৫. জার্মানি। ৬. রাশিয়া। ৭. বসনিয়া। ৮. ইংল্যান্ড। ৯. স্পেন। ১০. গ্রিস। ১১. ক্রোয়েশিয়া। ১২. পর্তুগাল। ১৩. ফ্রান্স।
দক্ষিণ আমেরিকা অঞ্চল
১৪. ব্রাজিল। ১৫. আর্জেন্টিনা। ১৬. কলম্বিয়া। ১৭. চিলি। ১৮. ইকুয়েডর।
আফ্রিকা অঞ্চল
১৯. আইভরি কোস্ট। ২০. নাইজেরিয়া। ২১. ক্যামেরুন। ২২. ঘানা। ২৩. আলজেরিয়া।
এশিয়া অঞ্চল
২৪. অস্ট্রেলিয়া। ২৫. জাপান। ২৬. ইরান। ২৭. দক্ষিণ কোরিয়া।
উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চল
২৮. কোস্টা রিকা। ২৯. আমেরিকা। ৩০. হন্ডুরাস। ৩১. মেক্সিকো। ৩২. উরুগুয়ে/জর্ডান।
Discussion about this post