ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিউজিল্যান্ডের মসজিদে গত শুক্রবার ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকেই আগামী মে-জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ইংল্যান্ড বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে ব্যাপারটি নিয়ে একেবারেই ভাবছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরইমধ্যে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছে, বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।
ক্রাইস্টচার্চে হামলার পর থেকে আসছে বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে এখন থেকেই সজাগ আইসিসি। তাইতো সংস্থাটি প্রতিটি দলকেই এ ব্যাপারে পূর্ন আস্থা রাখতে বলেছে। এ নিয়ে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন গণমাধ্যমে জানিয়েছেন, ‘নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা থাকবে না ইংল্যান্ডে। ক্রাইস্টচার্চে হামলার পর সতর্কতা আরও বাড়িয়ে দেয়া হয়েছে। বিশ্বকাপে ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে পূর্ণ সজাগ থাকবে ইংল্যান্ড সরকার এবং আইসিসি।’
রিচার্ডসন আরও বলেন, ‘নিরাপত্তার ব্যাপারটিকে আমরা সব সময় প্রাধান্য দিয়ে থাকি। শুধু ক্রিকেটাররা নন, সফরকারী মিডিয়া, দর্শক, সমর্থক এবং প্রত্যেকের জন্য আমাদের নিরাপত্তাই প্রথম। এখানে ভুল করার কোনো সুযোগ নেই। টুর্নামেন্টের সঙ্গে জড়িত সকলের নিরাপত্তা দেখভাল করা আমাদের দায়িত্ব।’
নিউজিল্যান্ডের ঘটনায় আইসিসি বেশ অবাক হয়েছে বলে জানিয়েছেন রিচার্ডসন,‘নিউজিল্যান্ডে যে হামলা হয়েছে তাতে সবাই বেশ অবাক। এটা তো অবাক করার মতোই বিষয়। বিশেষ করে বিশ্বকাপের আগে। বিশ্বকাপের মতো আসরে কোনো ছাড় দেয়ার সুযোগ নেই। ইংল্যান্ডের সিকিউরিটি ডিরেক্টরের পক্ষ থেকে নেয়া নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে আমি জানি। তারা সম্ভাব্য সব কিছুই মাথায় রেখেছে। যদি নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা তৈরি হয়, তারা খুব দ্রুতই তাদের নিরাপত্তা ব্যবস্থাকে পরের ধাপে নিয়ে যাবে। আমরা অবশ্যই সম্ভাব্য সবকিছু মাথায় রেখেছি।’
Discussion about this post