ব্রাজিল বিশ্বকাপে ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডসের পর এবার নাম লেখাল জার্মানি, বেলজিয়াম ও সুইজারল্যান্ড। শুক্রবার রাতে উয়েফা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ‘সি’ গ্র“পে জার্মানি ৩-০ গোলে আয়ারল্যান্ডকে হারায়। ঘরের মাঠ কোলনে সামি খেদিরা, আন্দ্রে শুরেল ও মেসুত ওজিলের গোলে ১৮তম বারের মতো বিশ্বকাপে খেলার রেকর্ড তুলে নেয় জার্মানি। ১২ বছর পর বিশ্বকাপের মূল পর্বে খেলার ছাড়পত্র পেয়েছে বেলজিয়াম। ‘এ’ গ্র“পে বেলজিয়াম ২-১ গোলে ক্রোয়েশিয়াকে হারাতেই গ্র“প চ্যাম্পিয়ন হয়ে পেয়ে যায় ২০১৪ সালের বিশ্বকাপের টিকিট।
এদিকে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচে ওয়েম্বলিতে ‘এইচ’ গ্র“পে ইংল্যান্ড ৪-১ গোলে হারায় মন্টেনেগ্রোকে। মঙ্গলবার শেষ ম্যাচে পোল্যান্ডকে হারালেই বিশ্বকাপ টিকেট পেয়ে যাবে তারা। একই গ্র“পে ইউক্রেন ১-০ গোলে পোল্যান্ডকে হারিয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ‘আই’ গ্র“পে স্পেন ২-১ গোলে বেলারুশকে হারিয়ে বিশ্বকাপের দরজায় পৌঁছে গেছে। শেষ ম্যাচে জর্জিয়ার সঙ্গে ড্র-ই স্পেনকে বিশ্বকাপের টিকেট এনে দেবে। ‘এফ’ গ্র“পে রাশিয়াও বিশ্বকাপের দরজায় কড়া নাড়ছে। শুক্রবার রুশরা ৪-০ গোলে উড়িয়ে দেয় লুক্সেমবার্গকে। নয় ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে গ্র“পের শীর্ষে তারা। শেষ ম্যাচে আজারবাইজানের সঙ্গে ড্র করলে বিশ্বকাপ নিশ্চিত হবে রাশিয়ারও। একই দিন ইসরায়েলের সঙ্গে ১-১ গোলে ড্র করে বিপাকে পর্তুগাল। নয় ম্যাচে রোনালদোদের পয়েন্ট ১৮। গ্র“পে তারা রয়েছে দ্বিতীয় স্থানে।
শুক্রবার অন্য ম্যাচে নেদারল্যান্ডস ৮-১ গোলে উড়িয়ে দেয় হাঙ্গেরিকে। হ্যাটট্রিক করেন রবিন ফন পার্সি।
Discussion about this post