প্রথমবারের মতো বিশ্বকাপ মিশনটা একেবারে মন্দ হয়নি নারী ক্রিকেট দলের। ব্যক্তিগতভাবেই সাফল্য পেযেছেন অনেকে। তবে একজনের কথা আলাদা করেই বলতে হয়-তিনি সালমা খাতুন। এই সাফল্যের আলাদা একটা স্বীকৃতিও পেয়ে গেলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই তারকা। বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন তিনি। আইসিসির গড়া টুর্নামেন্টের সেরা দলে আছেন টাইগ্রেসদের অফ স্পিনিং অলরাউন্ডার সালমা।
এবারই প্রথম নারী বিশ্বকাপে খেলেছে বাংলাদেশের মেয়েরা। সেখানে দারুণ দাপট ছিল সালমার। তার পথ ধরে সোমবার আইসিসি টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল ইলেভেন’-এ জায়গা পেলেন তিনি। আইসিসির প্রতিনিধিসহ ধারাভাষ্যকার ও সংবাদকর্মীদের মিলিয়ে ছয় জনের একটি প্যানেল বেছে নিয়েছে এই একাদশ।
সালমা ৫০ ওভারের বিশ্বকাপে বল হাতে দেখিয়েছেন চমক। অফ স্পিনে ৭ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৩.৭৯। টুর্নামেন্টে ২০ ওভারের বেশি বল করাদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী তিনিই। দলে ১১তম সদস্য হিসেবে আছেন সালমা।
আইসিসির বিশ্বকাপ দলের সেরা একাদশের অধিনায়ক হয়েছেন বিশ্বকাপ শিরোপা জয়ী অধিনায়ক অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ৪ ক্রিকেটার আছেন সেরা একাদশে। ফাইনাল ও সেমিতে সেঞ্চুরি করা ও রেকর্ড রান করে প্লেয়ার অব দা টুর্নামেন্ট অ্যালিসা হিলি সংগতভাবেই আছেন একাদশে।
বিশ্বকাপের সেরা একাদশ
লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া). মেগ ল্যানিং (অধিনায়ক, অস্ট্রেলিয়া), র্যাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), ন্যাট সিভার (ইংল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া), হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), সালমা খাতুন (বাংলাদেশ)।
দ্বাদশ: চার্লি ডিন (ইংল্যান্ড)।
Discussion about this post