রাশিয়া বিশ্বকাপ ফুটবলের উত্তাপ গায়ে লাগতে শুরু করেছে। সবচেয়ে স্বস্তির কথা অনিশ্চয়তা কাটিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। তারও আগে উঠে গিয়েছিল নেইমারের ব্রাজিল। এই দুই দেোশকে ছাড়া ফুটবল বিশ্বকাপ কল্পনাই করা যায় না! এরইমধ্যে বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসরে খেলা নিশ্চিত করেছে ২৩টি দেশ। বাকী থাকল আরো নয়টি দল।
স্বাগতিক রাশিয়া ছাড়া বাছাইপর্বের বৈতরনী পেরিয়ে মূলপর্বে জায়গা করে নেবে মোট ৩১টি দেশ। ছয়টি অঞ্চল থেকে এরইমধ্য টিকিট পেয়েছে ২৩ দেশ।
চলুন দেখে নেই কারা এরইমধ্যে উঠে গেছে বিশ্বকাপে
এশিয়া (এএফসি)- ইরান, জাপান, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া।
ইউরোপ (উয়েফা)- বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, সার্বিয়া ও স্পেন।
আফ্রিকা (সিএএফ)- মিসর ও নাইজেরিয়া।
কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান): কোস্টারিকা, মেক্সিকো ও পানামা।
দক্ষিণ আমেরিকা (কনমেবল): ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া।
Discussion about this post