সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া হয়ে গেছে আগেই। এখন আর কোনো হিসাব নেই, নেই ভুলের জায়গাও। সামনে শুধু কঠিন লড়াই। পাকিস্তানে বসতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব, যেখানে টিকিট পেতে হলে বাংলাদেশকে থাকতে হবে সেরা দুইয়ের মধ্যে।
রাউন্ড রবিন ফরম্যাটে প্রতিটি দলের সঙ্গেই খেলতে হবে নিগার সুলতানাদের। প্রতিপক্ষ- ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। কারণ, জয়-পরাজয়ের হিসাবেই নির্ধারিত হবে বিশ্বকাপ ভাগ্য।
বাংলাদেশের শুরুটা হবে ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে। এরপর ১৩ তারিখ আয়ারল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ তারিখ ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল।
প্রধান কোচ সারোয়ার ইমরান জানালেন, প্রতিটি ম্যাচে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। “আমরা একেকটা ম্যাচ ধরে এগোতে চাই। প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান কঠিন, কিন্তু অন্যদেরও হালকাভাবে দেখছি না।”
অতীতে আয়ারল্যান্ডের কাছে ঘরের মাঠে হারের অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ক্যারিবীয়দের বিপক্ষে রেকর্ডও সুবিধাজনক নয়। স্বাগতিক সুবিধায় কিছুটা এগিয়ে থাকবে পাকিস্তান। বাছাইপর্বটা হতে যাচ্ছে সত্যিকারের চ্যালেঞ্জ।
বাংলাদেশের ম্যাচ
১০ এপ্রিল: বাংলাদেশ বনাম থাইল্যান্ড
১৩ এপ্রিল: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড
১৫ এপ্রিল: বাংলাদেশ বনাম স্কটল্যান্ড
১৭ এপ্রিল: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ
১৯ এপ্রিল: বাংলাদেশ বনাম পাকিস্তান
Discussion about this post