শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্য হয়েছে। কলকাতা নাইট রাইডার্স যে সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে। বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলগুলো কোন ক্রিকেটারকে রেখে দিয়েছে তার তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী, মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ে ফিরেছেন। আবার বিরাট কোহলিকে রেখে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তিনি পাবেন ১৭ কোটি রুপি। ফিক্সিং কেলেঙ্কারির কারণে দুই মৌসুম নিষিদ্ধ ছিল চেন্নাই সুপার কিংস। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা দলটির অধিনায়ক করা হল ধোনিকে।
এবার চলুন এক নজরে দেখে নেই কাদের রেখে দিল দলগুলো।
মুম্বাই ইন্ডিয়ান্স-
যাদেরকে ধরে রাখা হয়েছে: রোহিত শর্মা (১৫ কোটি রুপি), হার্দিক পান্ডিয়া (১১ কোটি রুপি) জসপ্রিত বুমরাহ (৭ কোটি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ৩৩ কোটি রুপি
নিলামে কত ব্যয় করবে: ৪৭ কোটি রুপি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু-
যাদেরকে ধরে রাখা হয়েছে: বিরাট কোহলি (১৭ কোটি রুপি), এবি ডি ভিলিয়ার্স (১১ কোটি রুপি) ও সরফরাজ খান (১.৭৫ কোটি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ৩১ কোটি রুপি
নিলামে কত ব্যয় করবে:: ৪৯ কোটি রুপি
কলকাতা নাইট রাইডার্স-
যাদেরকে ধরে রাখা হয়েছে: সুনিল নারিন (৮.৫ কোটি রুপি) ও আন্দ্রে রাসেল (৭ কোটি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ২১ কোটি রুপি
নিলামে কত ব্যয় করবে: ৫৯ কোটি রুপি
দিল্লি ডেয়ারডেভিলস-
যাদেরকে ধরে রাখা হয়েছে: ঋষভ পন্ত (৮ কোটি রুপি), ক্রিস মরিস (৭.১ কোটি রুপি) ও শ্রেয়াস আয়ার (৭ কোটি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ৩৩ কোটি রুপি
নিলামে কত ব্যয় করবে:: ৪৭ কোটি রুপি
কিংস ইলেভেন পাঞ্জাব-
যাদেরকে ধরে রাখা হয়েছে: অক্ষর প্যাটেল (৬.৭৫ কোটি রুপি)
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ১২.৫ কোটি
নিলামে কত ব্যয় করবে:: ৬৭.৫ কোটি রুপি
সানরাইজার্স হায়দরাবাদ-
যাদেরকে ধরে রাখা হয়েছে: ডেভিড ওয়ার্নার (১২ কোটি রুপি), ভুবনেশ্বর কুমার (৮.৫ কোপি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ২১ কোটি রুপি
নিলামে কত ব্যয় করবে:: ৫৯ কোটি রুপি
চেন্নাই সুপার কিংস-
যাদেরকে ধরে রাখা হয়েছে: এমএস ধোনি (১৫ কোটি রুপি), সুরেশ রায়না (১১ কোটি রুপি) রবীন্দ্র জাদেজা (৭ কোটি রুপি)
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ৩৩ কোটি রুপি
নিলামে কত ব্যয় করবে:: ৪৭ কোটি রুপি
রাজস্থান রয়্যালস-
যাকে ধরে রাখা হয়েছে: স্টিভেন স্মিথ (১২ কোটি রুপি)।
ব্যয়কৃত অর্থের পরিমাণ: ১২.৫ কোটি রুপি
নিলামে কত ব্যয় করবে:: ৬৭.৫ কোটি রুপি
Discussion about this post