ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাস অনেকটা সময় কেড়ে নিয়েছে ক্রিকেটারদের। বছরের মার্চের পর থেকে টানা অনেকটা সময় গৃহবন্ধী। এরপর গত মাসে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশের ক্রিকেটাররা। এ মাসে ফের লড়াই। এবার টি-টুয়েন্টি যুদ্ধ তার আগে ক্রিকেটারদের ফিটনেস যাচাইয়ে বিপ টেস্ট নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার ছিল টেস্টের প্রথম দিন। মঙ্গলবার দ্বিতীয় দিনে বিপ টেস্ট দিলেন ৩৩ ক্রিকেটার। এই তালিকায় ছিলেন নাসির হোসেন। বিস্ময়কর হলেও সত্য জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার হতাশই করলেন।
টেস্টে অংশ নেওয়া এই ক্রিকেটার অবশ্য পাস মার্ক পেলেন না নাসির। বিপ টেস্টে তিনি তুলেছেন সর্বনিম্ন ৮.৫ স্কোর। যদিও শাহরিয়ার নাফিস-মোহাম্মদ আশরাফুল-আব্দুর রাজ্জাকের পুরনো আর বয়সী ক্রিকেটাররাও ১১ স্কোর তুলে পাস করে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন।
অনিয়ন্ত্রিত জীবন যাপনের জন্য অনেক দিন ধরেই সমালোচিত নাসির। বারবার সুযোগ পেয়েও ঠিক কাজে লাগাতে পারছেন না। এবার তার নামের পাশে যুক্ত হলো ‘আনফিট’ উপাধি।
এবারের এই ঘরোয়া ক্রিকেটে বিপ টেস্টে ১১ স্কোরকে পাস মার্ক হিসেবে ধরেছেন নির্বাচকরা। এই টেস্টে সোমবার প্রথম দিন মোহাম্মদ আশরাফুল ১১.৪, শাহরিয়ার নাফিস ১১.১ স্কোর গড়েন।
এ অবস্থায় ব্যর্থ নাসির বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে খেলতে পারবেন না। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, ‘যারা ফিটনেস টেস্টে পাস করবে না, তারা প্লেয়ার্স ড্রাফটে থাকবে না। নাসিরের স্কোর হতাশাজনক। নিজের প্রতি অযত্নশীল হওয়ার কারণে এমন স্কোর হয়েছে। অথচ তার থেকে সিনিয়র অনেক ক্রিকেটার এখন অনেক ভালো করছে।’
সাকিব আল হাসানের টেস্ট দেওয়ার কথা থাকলেও, বিপ টেস্ট দেননি তিনি। বুধবার বিপ টেস্ট দেওয়ার কথা রয়েছে তার।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিবে মোট পাঁচটি দল। দেশের পাঁচটি বিভাগকে প্রতিনিধিত্ব করবে এই দল পাঁচটি। স্পন্সরের সঙ্গে মিলিয়ে দলগুলির নাম ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।
Discussion about this post