বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪ আসর শেষ হলো নাটকীয় এক ফাইনাল দিয়ে। প্রথমবার শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামলেও চিটাগং কিংসের সে স্বপ্ন অধরা থেকে গেল। ফরচুন বরিশাল তাদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো। তবে শুধু শিরোপাই নয়, বিপিএলে এবার ছিল বড় অঙ্কের অর্থ পুরস্কারও। মোট ১০টি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে ৫ কোটি ৩১ লাখ টাকা।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের প্রাপ্তি
চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল সবচেয়ে বেশি ২ কোটি ৫০ লাখ টাকা পেয়েছে। অন্যদিকে চিটাগং কিংস রানার্সআপ হলেও দেড় কোটি টাকা অর্থ পুরস্কার নিয়ে ফিরেছে।
তৃতীয় ও চতুর্থ দলের পুরস্কার
খুলনা টাইগার্স বিপিএলে তৃতীয় স্থান অর্জন করায় পেয়েছে ৬০ লাখ টাকা। আর চতুর্থ হওয়া রংপুর রাইডার্সের প্রাপ্তি ৪০ লাখ টাকা।
ফাইনালের সেরা
ফাইনালে ঝড়ো শুরু এনে দেওয়া তামিম ইকবাল হয়েছেন ম্যাচসেরা। তার ২৯ বলে ৫৪ রানের ইনিংস দলকে জয়ের পথে এগিয়ে দেয়। পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ লাখ টাকা।
টুর্নামেন্টের সেরা
খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন পুরো আসরজুড়ে। ৩৫৫ রান ও ১৩ উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন এবং পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ লাখ টাকা।
সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারি
খুলনার মোহাম্মদ নাঈম শেখ ৫১১ রান করে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। তার প্রাপ্তি ৫ লাখ টাকা।
অন্যদিকে, রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ ২৫ উইকেট নিয়ে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন। তাকেও দেওয়া হয়েছে ৫ লাখ টাকা পুরস্কার।
সেরা উদীয়মান
ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান তামিম ১২ ইনিংসে ৪৮৫ রান করে উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন, যার মূল্য ৩ লাখ টাকা।
সেরা ফিল্ডার
বরিশালের উইকেটরক্ষক মুশফিকুর রহিম পুরো আসরে দুর্দান্ত ফিল্ডিং করেছেন। ১২টি ক্যাচ ও ২টি স্ট্যাম্পিংয়ের কারণে তিনি সেরা ফিল্ডার নির্বাচিত হন এবং পান ৩ লাখ টাকা পুরস্কার।
Discussion about this post