কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চ্যাম্পিয়নের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের। ৭ দল নিয়ে গত ৬ জানুয়ারি শুরু হয় বিপিএল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে চ্যাম্পিয়ন হলো কুমিল্লা। টানা দ্বিতীয় শিরোপা জিতল তারা।
সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো বিপিএল চ্যাম্পিয়ন ইমরুল কায়েসের দল। ঢাকা গ্ল্যাডিয়েটরসের পর প্রথম দল হিসেবে টানা দুই বিপিএলে শিরোপা পেল কুমিল্লা। প্রথম তিন ম্যাচ হারের পর দারুণ দক্ষতায় ফিরে আসে তারা। এরপর টানা ১১ ম্যাচ জিতে কুমিল্লা জিতে নিল বিপিএল ট্রফি।
মাশরাফি বিন মর্তুজার দল সিলেট প্রথম ট্রফি জয়ের সামনে ছিল। কিন্তু শেষটাতে এসে মিলল না সমীকরণ। মাশরাফি চারবার বিপিএল ফাইনালে উঠে চারবারই শিরোপা জিতেছিলেন। কিন্তু এবার হার মানলেন। অন্যদিকে মোহাম্মদ সালাউদ্দিনের দল চারবার ফাইনালে উঠে ট্রফি জিতল প্রতিবারই।
বিপিএলের রোল অব অনার
আসর চ্যাম্পিয়ন রানার্স-আপ
প্রথম ঢাকা গ্ল্যাডিয়েটর্স বরিশাল বার্নার্স
দ্বিতীয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স চিটাগং কিংস
তৃতীয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স বরিশাল বুলস
চতুর্থ ঢাকা ডায়নামাইটস রাজশাহী কিংস
পঞ্চম রংপুর রাইডার্স ঢাকা ডায়নামাইটস
ষষ্ঠ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকা ডায়নামাইটস
সপ্তম রাজশাহী রয়্যালস খুলনা টাইগার্স
অষ্টম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফরচুন বরিশাল
নবম কুমিল্লা ভিক্টোরিয়ান্স সিলেট স্ট্রাইকার্স
Discussion about this post