ক্রিস গেইল ২০১৩ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে সিলেট রয়্যালসের বিপক্ষে হাঁকিয়েছিলেন ১২ ছক্কা। যা এতোদিন বাংলাদেশ প্রিমিয়ার (বিপিএল) কোনো ব্যাটসম্যানদের এক ম্যাচে বেশি ছক্কার রেকর্ড ছিল। কিন্তু খুলনা টাইটানসের বিপক্ষে ১৪টি ছক্কা মেরে সে রেকর্ডটি আবারো নিজের করে নিয়েছেন ক্রিস গেইল। ৫১ বলে ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে ৮ উইকেটে জিতেয়েই থামেন তিনি।
শুক্রবার রংপুর ইনিংসের প্রথম ওভারেই খুলনা পেসার আবু জায়েদের বলে প্রথম ছক্কা হাঁকান গেইল। পরের ওভারে মাহমুদউল্লাহকে একটি ছক্কা উপহার দেন তিনি। এরপর আর থেমে থাকেননি রংপুরের এ ওপেনার। ইনিংসের পঞ্চম ওভারে জাফরান আর্চারের শর্ট আর্ম বলে মজার ছলে ছক্কা মারেন তিনি। এর কিছুক্ষণ আবু জায়েদের বলে লং অনের উপর দিয়ে ফেলেন সীমানায়। পরের ওভারে ইরফান শুকুরের প্রথম ও তৃতীয বলে লং অন ও মিড উইকেট দিয়ে মারেন দুটি বড় ছয়।
ইনিংসের নবম ওভারে আবারও ইরফানকে উড়িয়ে মারেন গেইল। পরের ওভারে স্বদেশি কার্লোস ব্রাথওয়েটের প্রথম ও চতুর্থ বলকে অনেআসে ছক্কায় রুপ দেন এ বাঁহাতি। পরবর্তীতে আফিফের বলে ১টি ও মাহমুদউল্লাহ রিয়াদের ওভারে ২টি ছক্কার মারেন গেইল। এদিকে নাজমুল হোসেন শান্তর করা ইনিংসের ১৬তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলকে ছক্কায় পরিণত করে রংপুরকে জিতিয়ে ফেরেন গেইল। টি-টুয়েন্টিতে এটি গেইলের ১৯তম সেঞ্চুরি। আর বিপিএলে চতুর্থ।
Discussion about this post