ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই ছড়িয়েছে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রোমাঞ্চ। আসছে আসরের প্লেয়ার্স ড্রাফট বুধবার। স্থানীয় এক পাঁচতারকা হোটেলে ড্রাফট। সরাসরি চুক্তিতে সাত দল নিয়ে নিয়েছে দেশি ও বিদেশি ক্রিকেটার। এবার প্লেয়ার্স ড্রাফট থেকে স্কোয়াড পূর্ণ করবে দলগুলো।
ড্রাফটে ২২০ জন দেশি ও চারশোর বেশি বিদেশী ক্রিকেটারের নাম উঠার কথা। ফর্মে থাকা লিটন দাসও উঠবেন ড্রাফটে। সরাসরি চুক্তিতে কোন দলে না যাওয়ায় ড্রাফটে আছেন এই ব্যাটসম্যান।
মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও সরাসরি দলে নেই। লিটন, মুশফিক ও মাহমুদউল্লাহ তিনজনের জন্যই সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরির ৮০ লাখ টাকা করে পারিশ্রমিকে আছেন। ‘বি’ ক্যাটাগরিতে পারিশ্রমিক থাকবে ৫০ লাখ। ‘সি’, ‘ডি’, ‘ই’, ‘এফ’ ও ‘জি’ ক্যাটাগরিতে পারিশ্রমিক যথাক্রমে ৩০, ২০, ১৫, ১০ ও ৫ লাখ টাকা।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ’ ক্যাটাগরির পারিশ্রমিকে থাকাদের সর্বোচ্চ মূল্য ৮০ হাজার ডলার। ‘বি’ ক্যাটাগরিতে ৬০ হাজার। ‘সি’, ‘ডি’, ‘ই’, ‘এফ’ ও ‘জি’ ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য আছে যথাক্রমে ৪০, ৩০, ২০, ১০ ও ৫ হাজার ডলার করে।
সরাসরি চুক্তিতে সিলেট স্টাইকার্স নিশ্চিত করে মাশরাফি বিন মর্তুজাকে। ফরচুন বরিশালেই থাকছেন অধিনায়ক সাকিব আল হাসানকে। খুলনা টাইগার্স দলে তামিম ইকবাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে আফিফ হোসেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে মুস্তাফিজুর রহমান, রংপুর রাইডার্সে নুরুল হাসান সোহান আর ঢাকায় তাসকিন আহমেদ।
২০২৩ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বিপিএল।
Discussion about this post