টাকার অঙ্কটা রীতিমতো বিস্ময়কর। কিন্তু হাওয়ায় তেমন খবরই ভাসছে! শুক্রবারই ঢাকার আসছেন ক্রিস গেইল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চারটি খেলার কথা রয়েছে তার। এ জন্য চিটাগং ভাইকিংস ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যানকে দিচ্ছে প্রায় সাড়ে তিন কোটি টাকা!
সেই হিসেব সত্য ধরে নিলে মাঠ নামলেই গেইল পাবেন ৮৭ লাখ টাকা! চমকে যাওয়ার মতো টাকার অঙ্ক তো বটেই! এক ম্যাচ খেলেই বাংলাদেশের ক্রিকেট মাঠে কেউ এমন মোটা অংকের অর্থ পেয়েছেন কীনা সন্দেহ।
চিটাগং ভাইকিংস ফাইনালে উঠলে অবশ্য দুটো ম্যাচ বাড়তেও পারে। সেক্ষেত্রে ম্যাচ প্রতি টাকার অংক কমে যাবে কিছুটা।
বিপিএলে এর আগেও দেখা গেছে গেইলকে। আগের তিন বিপিএলে খেলেছেন- বরিশাল বুলস, বরিশাল বার্নার্স ও ঢাকা গ্ল্যাডিয়েটর্সে। করেছেন তিনটি সেঞ্চুরি।
বিপিএলের ইতিহাসে ১০টি ম্যাচ খেলে গেইল করেছেন ৫৪১ রান। এক ম্যাচে সর্বোচ্চ ১১৬ রান। সেটি এবারের আসরে সাব্বির রহমান ১২২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভেঙ্গে ফেলেছেন।
Discussion about this post