ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এইতো দিন কয়েক আগেই তিনি দলকে এনে দিয়েছেন বিশ্বকাপ ট্রফি। তার হাত ধরেই ইংল্যান্ড পেয়েছে প্রথমবারের মতো ওয়ানডের শ্রেষ্টত্বের স্বীকৃতি। সেই ইয়ন মরগানকে দেখা যাবে আসছে আসছো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। বিপিএলের সপ্তম আসরে সাকিব আল হাসানের দল ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলবেন তিনি। দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার জেপি ডুমিনিও নাম লেখালেন বিপিএলে।
বিপিএলে প্রথমবারের মতো খেলবেন মরগান। টুর্নামেন্টের আগামী আসরে আইরিশ বংশোদ্ভূত এ তারকাকে দেখা যাবে ঢাকা ডায়নামাইটসে। জেপি ডুমিনি যোগ দিলেন রাজশাহী কিংসে।
রোববার ঢাকা ডাইনামাইটসের প্রধাণ নির্বাহী ওবায়েদ নিজাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আসন্ন বিপিএল মৌসুমে ঢাকা ডাইনামাইটসের হয়ে বিপিএল খেলবেন এউইন মরগ্যান। টি-টোয়েন্টি তার বিশাল অভিজ্ঞতা বিবেচনায়ই তাকে দলে নেয়া হয়েছে। আশাকরি তিনি পুরো মৌসুমই খেলতে পারবেন।’
বিপিএলে নতুন হলেও এর আগে বাংলাদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে মরগ্যানের। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে ২০১৪ মৌসুমে খেলেছিলেন এই তারকা।
২০১৬ সালে নিরাপত্তাহীনতার অজুহাতে বাংলাদেশ সফরে আসতে অপরাগতা প্রকাশ করেন মরগান। জুলাইতে ঢাকায় সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে উদ্বেগের কথা জানান তিনি। ১২৮.২৫ স্ট্রাইক-রেটে ২৬৮ টি-টুয়েন্টিতে ৫৬৫২ রানের মালিক মরগানের আগামী অ্যাসাইনমেন্ট ইউরো টি-টুয়েন্টি স্ল্যাম।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ডুমিনি বিশ্বের শীর্ষ সারি টি-টুয়েন্টি লিগে নিয়মিতই খেলে যাচ্ছেন। বিপিএলে এখনো খেলা হয়নি তার। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৬ ম্যাচে ৯০.০০ স্ট্রাইক-রেটে মাত্র ৩৬ রান করায় আইপিএলের ২০১৯ আসরে খেলার সুযোগ পাননি ডুমিনি। তবে তার সেরা সময়টা গেছে গত বছর পিএসএলে। ৩৫.৮৫ গড়ে করেন ২৫১ রান। সঙ্গে ছিল দুটি ফিফটি।
ডুমিনিকে দলে নিয়ে রাজশাহী কিংস নিজেদের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, ‘রাজশাহী কিংস ঘোষণা করে গর্বিত যে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডুমিনি এখন একজন কিং। ডুমিনি বাঁ-হাতি তারকা ব্যাটসম্যান, সঙ্গে কার্যকরী স্পিনার ও দুর্দান্ত ফিল্ডার। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন তিনি ১৪ বছরের অধিক সময় ধরে।’
Discussion about this post