শেষের সমীকরণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবার ট্রফির যুদ্ধে ৪ দল। তার আগে উৎসব আমেজ এই ফ্রাঞ্চাইজি লিগে। দলও নতুন করে সাজাচ্ছে প্লে-অফের ৪ দল। মঈন আলি কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে যোগ দিয়েছেন। ফাফ ডু প্লেসিসও আসছেন। আগেই নাম লিখিয়েছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন।
শনিবার ফরচুন বরিশালে যোগ দিলেন আন্দ্রে ফ্লেচার। আছেন ভানুকা রাজাপাকসে আছেন। এমন কী ডোয়াইন ব্রাভোও আসতে পারেন! রংপুর রাইডার্স শিবিরে মুজিব উর রহমান আর দাশুন শানাকা। সিলেট স্ট্রাইকার্স টেনেছে ইসুরু উদানাকে। নিকোলাস পুরান আসতে পারে বিপিএলে।
সব মিলিয়ে লড়াইয়ে দারুণ উত্তেজনা। রোববার দুপুরে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল আর কাজী নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। এ ম্যাচে জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ারিফায়ারে। রাতে শীর্ষ দুই দল সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি। যারা জিতবে তারা উঠে যাবে ১৬ ফেব্রুয়ারির বিপিএলের ফাইনালে। বিজিত দল এলিমিনেটর ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলবে কোয়ালিফায়ার।
সিলেট বেশ প্রস্তুত। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে দারুণ ছন্দে তারা। মাঝে দুই একটি ম্যাচে পারফরম্যান্স উঠা-নামা করলেও শেষ দিকে এসে ছন্দে ফিরে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। কুমিল্লা শুরুর তিন ম্যাচে জিততে না পারলেও পরের ৯ ম্যাচে টানা জিতে দুইয়ে। এমনিতে শক্তির বিচারে সিলেটের চেয়ে এগিয়ে কুমিল্লা।
বিপিএল ২০২৩
এলিমিনেটর
রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল
সরাসরি, দুপুর ১টা ৩০ মিনিট
সিলেট স্ট্রাইকার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স
সরাসরি, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
নাগরিক টিভি
Discussion about this post