এবার নতুনভাবে ভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ভাবছে এই টুর্নামেন্টের গভর্নিং বডি। তিন বছরের জন্য চুক্তি হতে যাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে। তার আগে দলের মালিকানা পেতে আগ্রহী ফ্রাঞ্চাইজিদের দরপত্র জমা দেয়ার শেষ সময় ছিল ৩০ আগস্ট।
এই সময়টাতে আবেদন করেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে কিছুটা দেরিতেও হলেও আবেদন করল বিপিএলের নিয়মিত দলটি।
নাটকীয়ভাবে ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর বোর্ডের কাছে কুমিল্লার মালিকানা নেয়ার আবেদন জমা দিল নাফিসা কামালের প্রতিষ্ঠান।
নাফিসার প্রতিষ্ঠানের আবেদনের মধ্য দিয়ে ১০টি কোম্পানি বিপিএল দলের মালিকানা পেতে আবেদন করল। তবে সেই তালিকায় নেই নিয়মিত ফ্রাঞ্চাইজি বেক্সিমকো আর জেমকন গ্রুপ। দরপত্র জমা দেয়া গ্রুপগুলো হলো- রংপুর রাইডার্সের জন্য বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন টগি স্পোর্টস। বরিশালের ফ্র্যাঞ্চাইজি হতে চায় ফরচুন সুজ লিমিটেড।
সিলেট সানরাইজার্সের জন্য আবেদন করেল প্রগতি গ্রিন অটো রাইস মিলস। খুলনার জন্য আবেদন করেছে মাইন্ড ট্রি লিমিটেড, চট্টগ্রামের জন্য আখতার গ্রুপ। আর বৈশাখী গ্রুপ আবেদন করেছে রাজশাহীর জন্য।
এর পাশাপাশি আবেদন জমা দিয়েছে- ফিউচার স্পোর্টস, রূপা গ্রুপ ও মোনার্ক হোল্ডিংস লিমিটেড। এখান থেকেই সেপ্টেম্বরের মাঝামাঝি নির্ধারণ করা হবে বিপিএলের আগামী তিন আসরের ৭ দল।
Discussion about this post