বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঝড় তুলতে চান ব্রেন্ডন ম্যাককালাম। ঢাকায় পা রেখেছেন একদিন আগেই। শুরু করে দিয়েছেন অনুশীলন। রংপুর রাইডার্সের এই মহা তারকা বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলায় অনুশীলন শেষে বলেন, ‘বিপিএল তো অনেক দিন ধরেই চলছে। আমার প্রথমবার। আন্তর্জাতিক ক্রিকেটারদের অনেকের কাছ থেকেই অনেক ভালো ভালো কথা শুনেছি এ টুর্নামেন্ট নিয়ে। রংপুর রাইডার্সের হয়ে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছি আমি।’
কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে শনিবার মাঠে নামবে রংপুর। সেই ম্যাচে ক্রিস গেইলের সঙ্গে উদ্বোধন করতে পারেন ম্যাককালাম। ২০০৯ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইডার্সের হয়ে গেইলের সঙ্গে ওপেন করেন ম্যাককালাম। এনিয়ে সাবেক কিউই অধিনায়ক বলেন, ‘মাঠের বাইরে আমাদের দারুণ জমে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে একসঙ্গে খেলেছি দুজন, এখান থেকে কলকাতা খুব দূরে নয়। আবার ওর সঙ্গে জুটি বাধার সুযোগ দারুণ ব্যাপার। ও বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন। ওর সঙ্গে ব্যাটিং উদ্বোধন করা হবে দারুণ কিছু। আমি ওকে শুধু স্ট্রাইক দেব আর দেখব ছক্কা মারতে!’
ম্যাককালাম দেশের হয়ে টি-টুয়েন্টিতে ৭১ ম্যাচে ২ সেঞ্চুরি ও ১৩ হাফ সেঞ্চুরিতে তুলেছেন ২১৪০ রান।ঘরোয়া টি-টুয়েন্টিতে ২৯৭ ম্যাচে ৭ সেঞ্চুরি ও ৪৩ হাফ সেঞ্চুরিতে করেন ৮২৪৫ রান।
Discussion about this post