বাংলাদেশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার যোগ হলেন আরো এক বিদেশী কোচ। শেন জার্গেনসনের সঙ্গে চুক্তি সেরে নিল বিপিএলের নতুন দর রংপুর রাইডার্স। তাইতো ফের ঢাকা আসছেন এই অজি কোচ। জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ার ১৮ মাস পর দেখা মিলবে তার।
বলা দরকার, ১৯ মাস টাইগারদের কোচ ছিলেন জার্গেনসন। তখন ওয়েস্ট ইন্ডিজ (২০১২) ও নিউজিল্যান্ডের (২০১৩) ওয়ানডে সিরিজ জিতেছিল দল। ২০১৪ সালে পদত্যাগ করেন তিনি।
এদিকে বাংলাদেশের সাবেক তারকা স্পিনার মোহোম্মদ রফিক রংপুরের বোলিং কোচ। এই দলের আইকন ক্রিকেটার সাকিব আল হাসান।
যেমনটা বলা হয়েছিল, বিপিএলের তৃতীয় আসরে বিদেশী কোচের সংখ্যাই বেশি। এরইমধ্যে চার বিদেশী কোচ যুক্ত হলেন। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাবেক কোচ মিকি আর্থার হয়েছেন ঢাকা ডাইনামাইটসের কোচ। চিটাগং ভাইকিংসের কোচ হয়েছেন ভারতের রবিন সিং। বরিশাল বুলস এরইমধ্যে চুক্তি করেছে গ্রাহাম ফোর্ডের সঙ্গে।
তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিন। সিলেট সুপার স্টার্সের দ্বায়িত্বে থাকবেন সারোয়ার ইমরান।
Discussion about this post