একদিন আগেই ঘোষিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্রাঞ্চাইজির নাম। ৭ ফ্রাঞ্চাইজি চূড়ান্ত! আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে যাওয়া এই টি-টুয়েন্টি আসরের জন্য ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। দেশি ও বিদেশিদের আলাদা পারিশ্রমিক নির্ধারণ করা হয়। সর্বোচ্চ ক্যাটাগরির দেশি ক্রিকেটাররা পাচ্ছেন ৮০ লাখ টাকা। বিদেশি ক্রিকেটাররা পাবেন সর্বোচ্চ ৮০ হাজার ডলার।
সোমবার বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল ও কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক গণমাধ্যমে দিয়েছেন এই তথ্য।
জানা গেছে মোট তিন ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে তিন ভেন্যুতে ম্যাচগুলো হবে। ৪৬টি ম্যাচ হবে এবার। থাকছে না কোনো আইকন ক্রিকেটার। সরাসরি চুক্তিতে একজন ক্রিকেটার দলে অন্তর্ভূক্ত করা যাবে। ৭ ক্যাটাগরিতে প্লেয়ার্স ড্রাফট থেকে ক্রিকেটার কেনা যাবে।
ড্রাফটে ক্রিকেটারদের সম্ভাব্য পারিশ্রমিকের খসড়া করা হয়েছে। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লাখ টাকা। দেশের ক্রিকেটারদের জন্য ড্রাফটে ক্যাটাগরি থাকবে ৭টি। ‘এ’ গ্রেডে পারিশ্রমিক ৮০ লাখ, ‘বি’ গ্রেড ৫০ লাখ, ‘সি’ গ্রেড ৩০ লাখ, ‘ডি’ গ্রেড ২০ লাখ, ‘ই’ গ্রেড ১৫ লাখ , ‘এফ’ গ্রেড ১০ লাখ, ‘এইচ’ গ্রুপ ৫ লাখ।
ঠিক হওয়া ৭ ফ্রাঞ্চাইজির নাম ঘোষণা করে বিপিএল গভর্নিং কাউন্সিল। ২ সপ্তাহের মধ্যে গ্যারান্টি মানি (প্রায় ১০ কোটি) জমা দিয়ে নিজেদের ফ্রাঞ্চাইজি নিশ্চিত করতে হবে।
এদিকে বরিশালের মালিকানার জন্য মনোনীত হয়েছে ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড, খুলনা দলের জন্য মাইন্ডট্রি লিমিটেড, ঢাকা দলের জন্য প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড, সিলেটের ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড, রংপুরের বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস লিমিটেড, চট্টগ্রামের ডেল্টা স্পোর্টস লিমিটেড ও কুমিল্লার ফ্রাঞ্চাইজি কুমিল্লা লেজেন্ডস লিমিটেড।
Discussion about this post