বেশ কয়েক বছর ধরেই সমালোচনা শুনতে হয়েছে তাদের। এবার নড়েচড়েই বসল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিল। বিপিএলের নবম আসরে প্রাইজমানি বাড়ানো হয়েছে। গত আসরের চেয়ে এবার দ্বিগুণ অর্থ পাচ্ছে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল। সেরা খেলোয়াড়ের পুরস্কারের অর্থ বাড়ল ৫ গুণেরও বেশি।
শনিবার সন্ধ্যা বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বিসিবি কার্যালয়ের সামনে বলেন, ‘এবার চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। রানার্সআপ পাবে ১ কোটি। এভাবে করে সবমিলিয়ে প্রায় ৪ কোটি টাকার মতো প্রাইজমানি থাকবে।’
বিপিএলের গত আসরে চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছিল ১ কোটি টাকা। রানার্সআপ ফরচুন বরিশাল পায় ৫০ লাখ টাকা। এবার দুটি পুরস্কারের অর্থ দ্বিগুণ করা হয়েছে। মানে চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি, রানার্স আপ ১ কোটি টাকা!
ব্যক্তিগত সেরার পুরস্কারে গত আসরে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়ে ২ হাজার ডলার পান সাকিব আল হাসান। যা তখনকার বাংলাদেষি মুদ্রায় ১ লাখ ৭০ হাজার টাকা প্রায়। এবার টুর্নামেন্টসেরা হতে যাচ্ছে ১০ লাখ টাকা। সেরা বোলার, সেরা ব্যাটসম্যানকেও মোটা অঙ্কের অর্থ দেওয়া হবে।
এদিকে ৬ জানুয়ারি বিপিএলের উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে রংপুর রাইডার্সের সঙ্গে।
সাত দলের টুর্নামেন্টে এবার মোট ম্যাচ ৪৫টি। দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ২টা, পরেরটি সন্ধ্যা ৭টায়। তবে শুক্রবার প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়, পরেরটি সন্ধ্যা সোয়া ৭টায়।
প্রথম পর্বে মিরপুরে ১০ জানুয়ারি পর্যন্ত। এরপর চট্টগ্রামে খেলা ১৩ জানুয়ারি শুরু। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচ হবে ১২টি। ২০ জানুয়ারি শেষ চট্টগ্রাম পর্ব। পরে ফের ঢাকায়, ২৩ ও ২৪ জানুয়ারি।
২৭ জানুয়ারি থেকে খেলা হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ৩১ জানুয়ারি পর্যন্ত। ৩ ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্টের শেষ ভাগ শুরু হবে ঢাকায়। ফাইনাল ১৬ ফেব্রয়ারি।
Discussion about this post