এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ ছন্দে মাশরাফি বিন মর্তুজার সিলেট। ১০ ম্যাচ শেষে আট জয়ে তাদের অর্জন ১৬ পয়েন্ট। তাদের প্লে অফে খেলাটাও নিশ্চিত।
পয়েন্ট টেবিলের পরের দুই দল বরিশাল আর কুমিল্লার পয়েন্ট ১২, দুই দলেরই বাকি তিনটি করে ম্যাচ। দুই দলই ফের নিজেদের মধ্যে খেলবে একটি ম্যাচ। সিলেট নিজেদের শেষ দুই ম্যাচে হেরে বসলে আর বরিশাল-কুমিল্লা নিজেদের ওই ম্যাচ বাদে বাকি দুই ম্যাচে জিতলে, নেট রানরেটে তিনে থাকবে সিলেট। প্রথম কোয়ালিফায়ারের দল হিসেবে দেখা যাবে বরিশাল ও কুমিল্লাকে।
সেই সমীকরণ জমবে ঢাকায়। ফের বিপিএলের ম্যাচ ৩ ফেব্রুয়ারি ফিরবে মিরপুরের শেরেবাংলায়।
বিপিএল পয়েন্ট তালিকা
দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রানরেট
সিলেট স্ট্রাইকার্স ১০ ৮ ২ ১৬ ০.৮৯০
ফরচুন বরিশাল ৯ ৬ ৩ ১২ ০.৬৩২
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৯ ৬ ৩ ১২ ০.৪৪৮
রংপুর রাইডার্স ৮ ৫ ৩ ১০ ০.৩০৪
ঢাকা ডমিনেটর্স ১০ ৩ ৭ ৬ -০.৮২৫
খুলনা টাইগার্স ৯ ২ ৭ ৪ -০.৪২৫
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৯ ২ ৭ ৪ -১.০১৭
Discussion about this post