বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) আরও পেশাদার ও আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে বড় সিদ্ধান্তের পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টটির মার্কেটিং ও ব্যবস্থাপনা কাঠামো গুছিয়ে আনতে এবার একটি দক্ষ স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে যুক্ত করতে চায় বোর্ড। সেই লক্ষ্যেই সম্প্রতি দরপত্র আহ্বান করে বিসিবি, যেখানে পাঁচটি প্রতিষ্ঠান নিজেদের আগ্রহ প্রকাশ করেছে।
বিসিবির দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, যারা আগ্রহ দেখিয়েছে তাদের মধ্যে আন্তর্জাতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ আইএমজি এবং আইপিজি গ্রুপ রয়েছে। আইএমজি দীর্ঘদিন আইপিএল আয়োজন ও পরিচালনার দায়িত্বে ছিল। ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত বিসিসিআইয়ের সঙ্গে মিলে তারা গড়েছে আইপিএলের ইভেন্ট স্ট্রাকচার ও সম্প্রচার মডেল। বিসিবি মনে করছে, এই অভিজ্ঞতা বিপিএলকেও উচ্চতায় তুলতে সহায়তা করতে পারে।
অন্যদিকে আইপিজি গ্রুপ পাকিস্তান সুপার লিগের প্রথম আসর ও আইএল টি–টোয়েন্টির বাণিজ্যিক দায়িত্ব পালন করে আসছে। এছাড়া এপেক্স স্পোর্টস কনসাল্টিং, রিয়েল ইমপ্যাক্ট অ্যান্ড অ্যাবসোলুট লেজেন্ডস স্পোর্টস, এবং মাইন্ড ট্রি লিমিটেড ও ট্রান্সপোর্টস গ্রুপ নামেও রয়েছে নতুন কিছু খেলোয়াড় যারা এই দৌড়ে নিজেদের জায়গা করে নিতে চায়।
সব আবেদন যাচাই-বাছাই করে সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। তারাই ঠিক করবে, কে পাচ্ছে বিপিএলের পরবর্তী সংস্করণে বড় দায়িত্ব।
এদিকে আসন্ন আসর নিয়ে আরও একটি পরিবর্তন এসেছে। এবার এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করা হচ্ছে বিপিএলের ড্রাফটের আগে, যাতে খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে দল গঠন করতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগে এই টুর্নামেন্ট হতো বিপিএলের একদম আগে, যার ফলে ক্লান্তি নিয়ে উঠেছিল প্রশ্ন। পরিকল্পনা অনুযায়ী- বিপিএলের পরবর্তী আসর জানুয়ারিতে, আর বিসিএলের চার দিনের ম্যাচ শুরু ফেব্রুয়ারিতে।
Discussion about this post