বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে ফ্র্যাঞ্চাইজির নাম ও মালিকানা পরিবর্তন নতুন কিছু নয়। প্রায়ই মালিকানা বদল হয়, সঙ্গে পাল্টায় দলের নামও। এবারের দ্বাদশ আসরেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকলেও এবার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা ও দলের নাম চূড়ান্ত করে দিয়েছে বোর্ড।
বিপিএলের দ্বাদশ আসরে অংশ নেবে মোট পাঁচটি দল। এর মধ্যে দুটি দল-ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স, পূর্বের নামেই মাঠে নামবে। ঢাকা ক্যাপিটালস পরিচালনা করবে রিমার্ক হারলেন, আর রংপুর রাইডার্সের মালিক বসুন্ধরা কিংস।
চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড, নতুন নাম রাখা হয়েছে চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে নাবিল গ্রুপের অধীনে রাজশাহীর দলটির নাম হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, এবং ‘ক্রিকেট উইথ সামি’র মালিকানায় সিলেট দলটির নাম রাখা হয়েছে সিলেট টাইটানস।
বিসিবি জানিয়েছে, প্রাথমিকভাবে এই পাঁচটি প্রতিষ্ঠানকে মালিকানা দেওয়া হলেও তাদের ড্রাফটে অংশ নিতে হলে পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে গ্যারান্টি দিতে ব্যর্থ হলে তারা এবারের আসরে অংশ নিতে পারবে না।
বিপিএলের দ্বাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে টুর্নামেন্ট শুরু হয়ে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে বলে জানিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। সম্ভাব্য সূচি অনুযায়ী ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে পারে এবারের বিপিএল, আর ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ১৬ জানুয়ারি।
ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম নির্ধারণে বিসিবি এবার কঠোর অবস্থান নিয়েছে। মালিকানা পরিবর্তন হলেও দলের নাম পরিবর্তনের সুযোগ থাকবে না বলে জানানো হয়েছে। বিসিবি গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা করেই নামগুলো চূড়ান্ত করা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বিপিএলের দ্বাদশ আসরে অংশ নেবে পাঁচ দল-রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও চিটাগং রয়েলস।






Discussion about this post