ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের কারণে সব ধরণের ক্রিকেট বন্ধ। শুধু তা-ই নয় প্রতিটি দেশেরই ক্রিকেট সূচি হয়ে গেছে এলোমেলো। সামনে অনেকগুলো সিরিজও পড়েছে হুমকির মুখে। যে কারণে ভারত ছাড়া সব দেশের ক্রিকেট বোর্ডই পড়েছে বিপদে।
মরণ ব্যাধি করোনার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত হয়ে গেছে। এ টুর্নামেন্টে এ বছর আর মাঠে গড়াবে কি না রয়েছে সন্দেহ। আর তাই এর প্রভাব ভারতীয় অর্থনীতির ওপর পড়বে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে আইপিএলের তুলনায় কম জনপ্রিয় খেলাগুলোর ভবিষ্যৎ আরও আঁধারে। সেই সব খেলার সঙ্গে জড়িয়ে থাকা ক্রীড়াবিদরাই বলছেন, এ ভাবে চললে তাদের টিকে থাকা মুশকিল।
এক ফিন্যান্সিয়াল কনসাল্টেন্সি সংস্থার প্রতিনিধি মণীশ দেশাই বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের ক্ষতির ব্যাপারে বলেছেন, ‘স্পোর্টস বডিগুলোর আয় মূলত লাইসেন্সিং আর টিভি ব্রডকাস্ট থেকে আসে। তাই খেলা বন্ধ হওয়ায় বেশির ভাগ সংস্থাই বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়বে। ভারতীয় ক্রিকেট হয়তো ঠিক জায়গাতেই থাকবে। তুলনায় ছোট দেশ ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, শ্রীলঙ্কার যদি মিডিয়া কন্ট্র্যাক্ট রিনিউ না হয়, তা তা হলে ওরা চ্যালেঞ্জের মুখে পড়বে।’
ব্যাপারটি মেনে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ক্রিকেট কর্তা হারুন লর্গ্যাটও। এ ব্যাপারে তিনি বলেন, ‘এখন তুলনায় দুর্বল দেশগুলো এখন অস্তিস্ব বাঁচানোর জন্য লড়তে হবে। অনেক দেশের তো অন্যদের সাপোর্ট ছাড়া বেসিক খরচ চালানোরও ক্ষমতা নেই।’
বিগ থ্রি মডেলে ভারতের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সমস্যা তাদেরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে এবং ভারত সফর না করলে অজি ক্রিকেট বোর্ড বিশাল ক্ষতির মুখে পড়বে। সে পরিমাণটা হতে পারে ১৭৪ মিলিয়ন ডলার।
এদিকে আইপিএল বাতিল হলে প্রায় ৬০০ মানুষের রোজগারে টান পড়বে। এখানেই শেষ নয়, আইপিএল না হলে সরকারি সম্প্রচারকারী সংস্থাকে ১৫০০ কোটি টাকা ফেরত দিতে হতে পারে বোর্ডকে।
Discussion about this post