দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু হচ্ছে আগামী ৩ মার্চ। তবে গত আসরের মতো এবারও লিগে থাকছেন না কোনো বিদেশি ক্রিকেটার। ক্লাবগুলোর চাওয়া এবং স্থানীয় ক্রিকেটারদের সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
এক সময় প্রতিটি ক্লাব তিনজন বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ পেত। পরে সেটি নেমে আসে একজনে। কিন্তু গত মৌসুম থেকে ঢাকার ক্লাব ক্রিকেটে বিদেশিদের অংশগ্রহণ পুরোপুরি নিষিদ্ধ করেছে সিসিডিএম। এবারও সেই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
সিসিডিএম-এর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা স্থানীয় খেলোয়াড়দের আরও সুযোগ দিতে চাই। গত কয়েক বছরে বিদেশি খেলোয়াড়দের মান আগের মতো ভালো ছিল না। তাই আমাদের ক্রিকেটারদেরই এগিয়ে আসার সুযোগ দিতে হবে।’ জাতীয় নির্বাচক পদ থেকে সদ্য পদত্যাগ করা আবাহনী কোচ হান্নান সরকারও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন, ‘আমাদের ক্রিকেটাররা এখন বিদেশি খেলোয়াড়দের চেয়ে পিছিয়ে নেই। স্থানীয় খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত।’
এবারের লিগে দলবদল হবে ২২-২৩ ফেব্রুয়ারি। তবে জাতীয় দলের ক্রিকেটাররা তখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যস্ত থাকায় অনেকেই আগেভাগেই নিজেদের নতুন ঠিকানা বেছে নিয়েছেন।
ডিপিএলের ৫০ ওভারের এই প্রতিযোগিতায় ১২টি দল অংশ নেবে, এবং ম্যাচগুলো তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
Discussion about this post