ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বয়স কম হয়নি। ৩৮ পেরিয়েছেন। জাতীয় দলে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সবশেষ ভারতের জার্সিতে ইউসুফ পাঠানকে দেখা গেছে ২০১২ সালে। তারপরও ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত রেখেছিলেন নিজেকে। কিন্তু এবার থামলেন ভারতের এই তারকা ক্রিকেটার। শুক্রবার ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট করে অবসরের ঘোষণা দেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। টুইট বার্তায় ইরফান লিখলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে সব ফরম্যােটর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। আমার পরিবার, বন্ধু, সমর্থক, দল, কোচ এবং পুরো দেশকে তাদের সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি নিশ্চিত যে আপনারা ভবিষ্যতেও অনুপ্রেরণা যুগিয়ে যাবেন আমাকে।’
২০০৭ সালের জুনে পাকিস্তানের বিপক্ষে ঢাকায় আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু ইউসুফের। অবশ্য ছোট ভাই ইরফান পাঠান তার আগেই নাম লেখান ভারতীয় জাতীয় দলে।
৫৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ইউসুফ। ৪১ ইনিংসে দুই সেঞ্চুরিতে ২৭ গড়। করেছেন ৮১০ রান করেছেন তিনি। বল হাতে ৫৭ ম্যাচে নিয়েছেন ৩৩ উইকেট। টি-টুয়েন্টিতে ২২ ম্যাচে ১৮.১৫ গেড় করেছেন ২৩৬ রান। ১৭ ইনিংসে বল করে ১৩ উইকেট নেন তিনি।
২০১৯ সাল পর্যন্ত আইপিএলে ছিলেন নিয়মিত মুখ ছিলেন ইউসুফ। ব্যাট হােত রান ফোয়ারায় করেছেন মুগ্ধ। কিন্তু এরপর কোন ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি! পরিস্থিতি বুঝতে পেরে এবার বিদায় বললেন তিনি।
Discussion about this post