সময় ফুরিয়ে গেছে! সরে যাওয়ার এইতো সময়। বাস্তবতা মেনে এবার আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বললেন মোহাম্মদ হাফিজ। আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না তাকে। অবশ্য টেস্ট ক্রিকেট থেকে তিন বছর আগেই সরে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের এই তারকা। ওয়ানডে ক্রিকেটেও নেই গত দুই বছর ধরে। সবশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে লড়েন। সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকল তার শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।
সোমবার সংবাদ সম্মেলনে হাফিজ অবশ্য জানিয়ে রাখলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে যাবেন তিনি। ৪১ বছর বয়সী এই অলরাউন্ডার সরে দাঁড়াচ্ছেন শুধু আন্তর্জাতিক ক্রিকেট থেকে।
বিদায়ের ঘোষণা দিয়ে হাফিজ বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের সঙ্গে ১৮ বছর আগে শুরু করা দারুণ পথচলার আজ আনুষ্ঠানিকভাবে ইতি টানতে চাই আমি। অত্যন্ত গর্বের সঙ্গে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছি এবং ১৮ বছর ধরে যা খেলেছি, মর্যাদার সঙ্গে খেলেছি। মাঠ ও মাঠের বাইরের কার্যক্রমে সবসময় পাকিস্তানের পতাকাকে চূড়ায় রাখতে চেষ্টা করেছি আমি।’
সেই ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হাফিজের। গত বছরের নভেম্বরে টি-টুয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমি-ফাইনালটি পাকিস্তানের জার্সিতে তার শেষ ম্যাচ।
তিন ফরম্যাট মিলিয়ে হাফিজের রান ১২৭৮০। সব সংস্করণ মিলিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি ৩২ বার। পাকিস্তানের হয়ে যা চতুর্থ সর্বোচ্চ। তার চেয়ে বেশিবার এই সাফল্য আছে শহিদ আফ্রিদি (৪৩), ওয়াসিম আকরাম (৩৯) ও ইনজামাম-উল-হকের (৩৩)। ৯ বার সিরিজ সেরা ক্রিকেটার হয়েছেন তিনি।
হাফিজ খেলেছেন ২১৮টি ওয়ানডে। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ৫৫ টেস্ট খেলেছেন। ১১৯টি টি-টুয়েন্টি খেলেছেন তিনি। অফ স্পিনে টেস্টে ৫৩, ওয়ানডেতে ১৩৯ ও টি-টুয়েন্টিতে নিয়েছেন ৬১ উইকেট।
Discussion about this post