বিজয় মঞ্চে সিরিজের ট্রফি হাতে পুরো দক্ষিণ আফ্রিকা দলই হাসছিল। তবে সবচেয়ে বেশি উজ্জ্বল হাসিটা ছিল একজনের-জ্যাক ক্যালিস। ক্যারিয়ারের শেষ টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে আগেরদিন নিজের স্বপ্নটা পুরো করেছিলেন। ম্যাচের শেষদিন দল তাকে ১০ উইকেটের দারুণ একটা জয় উপহার দিল।
বিদায়ী টেস্টে দলের কাছ থেকে এরচেয়ে ভাল উপহার আর কি হতে পারে?
দক্ষিণ আফ্রিকা যে এই ম্যাচে চালকের আসনে সেটা বোঝা গিয়েছিল চতুর্থদিন শেষেই। দ্বিতীয় ইনিংসে সেই দিনটা শেষ করেছিল ভারত ৬৮ রানে ২ উইকেট হারিয়ে। সোমবার পঞ্চমদিন সকাল থেকে ভারত সেই দুরবস্থা কাটিয়ে উঠতে পারেনি। নতুন ব্যাটসম্যান অজিঙ্কা রাহানো ছাড়া দলের আর কোন ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার বোলারদের ছুড়ে দেয়া চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ভারতের ইনিংস থেমে যায় ২২৩ রানে। তখনো ম্যাচের একসেশনের খানিকটা বেশি সময় বাকি। ম্যাচে ভারতের লিড দাড়ায় মাত্র ৫৭ রানের। ম্যাচ জিততে এক সেশনের বেশি সময় হাতে থাকা দক্ষিণ আফ্রিকা কোন উইকেট না হারিয়ে অনায়াসে ম্যাচ জিতে নেয়। ১০ উইকেটের এই জয়ে টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া পেসার ডেইল স্টেইন দ্বিতীয় দফায়ও ৩ উইকেট পান। এই টেস্টেই ক্যারিয়ারের ৩৫০ তম উইকেট শিকার করলেন স্টেইন।
সংক্ষিপ্ত স্কোর: ভারত ৩৩৪ ও ২২৩। দক্ষিণ আফ্রিকা: ৫০০ ও ৫৯/০।
ফল: দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: ডেইল স্টেইন।
সিরিজসেরা: এবি ডি ভিলিয়ার্স।
Discussion about this post