ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। এই দিনেই বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশের। মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৯তম বার্ষিকীতে সেই বীর সন্তানদের স্মরণ করছে গোটা জাতি।
আনন্দ-উৎসব ও একই সঙ্গে বেদনা নিয়ে দিবসটি পালন করছে সবাই।
দেশ মাতৃকার স্বাধীনতার জন্য যে বীর সন্তানেরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের জন্য শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন ক্রিকেটাররা। দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে উৎসবে সামিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররাও।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে জাতীয় পতাকা নিয়ে আবেগঘন এক পোস্ট করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি লিখেছেন, ‘এটা আমার কাছে শুধু একটি পতাকাই না আমার অস্তিত্ব আমার অনুভুতি,আমার ভালোবাসা। আমি মরেও বারবার চাইবো এ পতাকা তলে আসতে। আমি গর্বিত আমি একজন বাংলাদেশি। ৭১ এর সাহসী সকল শহিদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। “যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা” সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
এখানেই শেষ নয়, মাশরাফি আরেক পোষ্টে লিখেছেন, ‘জাতিগতভাবে আমাদের সবচেয়ে আবেগঘন বিজয় আসে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। সেই থেকে বিশ্বমঞ্চে আমাদের পথচলা শুরু। এই পথযাত্রায় প্রয়োজন দেশের মানুষের প্রাণবন্ত প্রয়াসে বিভিন্ন ক্ষেত্রে ছোটো বড় অসংখ্য বিজয়।’
ক্রিকেট দলের আরেক সাবেক অধিনায়ক ও সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম বিজয় দিবসে লিখেছেন, ‘মাঠে আমরা জয় পাই, উৎসব করি। কিন্তু এটা সম্ভব হতো না, যদি না এই দিনটা আসতো; ১৬ ডিসেম্বর, ১৯৭১। আমি প্রতিটি বল মোকাবিলা করার সময়, রান নেয়ার সময় গর্ববোধ করি কারণ আমি আমার দেশের প্রতিনিধিত্ব করছি। গর্ব নিয়ে নিজ দেশের পতাকা ওড়াতে পারি, বলতে পারি আমি গর্বিত বাংলাদেশি। মাতৃভূমির বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা। সকল মুক্তিযোদ্ধাকে সশ্রদ্ধ সালাম।’
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখলেন, ‘১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজকের দিনেই বিশ্ব মানচিত্রে আমরা পেয়েছিলাম স্থান। পৃথিবী জেনেছিল আমাদের নতুন পরিচয়। বিজয় দিবসের এই মুহূর্তে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পরম আরাধ্য এই বিজয় আনতে শেষ রক্তবিন্দুতে লড়ে যাওয়া প্রত্যেক সূর্যসন্তানকে। সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এই দিনে ফেসবুকে লিখলেন, ‘১৯৭১ সালের আজকের এ দিনেই লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ, এ দেশের মানুষ মুক্তি পায় পরাধীনতা থেকে। যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আজ লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে পেরেছি তাদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
জাতীয় দলের পেসার রুবেল হোসেন তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আজ ১৬’ই ডিসেম্বর মহান বিজয় দিবস।বাঙালি জাতির অহংকার।এ দেশ আমার গর্ব- এ বিজয় আমার প্রেরণা।যাদের রক্তে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলা তাদের তরে জানাই হাজারও বিনম্র শ্রদ্ধা এবং সালাম।’
Discussion about this post