শুভ বিজয় দিবস, বাংলাদেশ!
বিজয় দিবসের আনন্দে ভাসছে গোটা জাতি। স্কুল-কলেজ বন্ধ সব খানেই তাই ছুটির আমেজ। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার স্বাদ পেয়েছিল বাঙালি। বিজয়ের ৫১ বছর উদযাপন করছেন সবাই। যেখানে এক হয়েছেন ক্রিকেটাররা।
জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত চট্টগ্রাম টেস্ট নিয়ে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও ভারতের টেস্ট লড়াই। ম্যাচের তৃতীয় দিনে জাতীয় দলের ক্রিকেটাররা বিশেষ জার্সি পরে নামেন মাঠে। জার্সির বুকের ডানপাশে বাংলাদেশের জাতীয় পতাকা। তার নিচে ইংরেজিতে লেখা ‘ফিফটিওয়ান ভিক্টরি ডে’।
১৬ ডিসেম্বরের জন্যই এই জার্সি গায়ে মাঠে নামলেন সাকিব আল হাসানরা। রাতে দুই দলের অফিসিয়াল ডিনার। সেখানে মহান মুক্তিযুদ্ধের প্রামান্যচিত্র দেখানো হবে বলে জানা গেছে। কাটা হবে কেক।
আবার ক্রিকেটাররা নিজেদের ফেসবুক পেজে জানালেন বিজয় দিবসের শুভেচ্ছা। টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, ‘শুভ বিজয় দিবস, বাংলাদেশ! আমাদের জাতি আমাদের পরিচয়। আজ আমরা সকল মুক্তিযোদ্ধা, শহিদ বুদ্ধিজীবী এবং অদম্য বাঙ্গালীদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি যারা একটি জাতিকে স্বাধীন করার জন্য চূড়ান্ত আত্মত্যাগ করেছিলেন এবং কোটি কোটি মানুষকে এই জাতি তাদের নিজের বলার অধিকার দেন।’
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল তার ফেসবুক পেজে লিখেছেন, ‘মহান বিজয় দিবস। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
মুশফিকুর রহিম লিখেছেন,‘সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা!’ মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস! এ দিবসটি জাতীয় জীবনে অপরিসীম গুরুত্ব ও তাৎপর্যমণ্ডিত। এই দিনে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছে । বাঙালি জাতি পেয়েছে বীরের খেতাব। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। বাংলাদেশ এগিয়ে চলুক স্বমহিমায়!’
তারকা ক্রিকেটার লিটন দাস লিখলেন, ‘মাথার উপর উদার আকাশ অপার স্বাধীনতা, রক্তের নদী পেরিয়ে পাওয়া আপন জন্মভূমি।’ রুবেল হোসেন লিখেছেন, ‘বিজয়ের ৫১ বছর, এ দেশ আমার গর্ব- এ বিজয় আমার প্রেরণা। বিনম্র শ্রদ্ধা জাতির অকুতোভয় শ্রেষ্ঠ সন্তানদের।’
Discussion about this post