বাংলাদেশ দলের টেস্ট ব্যাটিং লাইনআপের ভঙ্গুরতা যেন নিয়তির মতোই নিয়মিত হয়ে উঠেছে! একেকবার একেক নাম যোগ হয় ব্যর্থতার তালিকায়। এ তালিকায় এবার শিরোনামে এনামুল হক বিজয়। তবে তার ফেরা যেমন বিস্ময় জাগিয়েছে, তার ব্যর্থতা তেমনি প্রশ্ন তুলে দিয়েছে নির্বাচনী চোখের দৃষ্টিতে।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টেস্ট সিরিজের শেষে সংবাদ সম্মেলনে যখন হাজির, তখন তার সামনে শুধু হারের ব্যাখ্যা নয়, ব্যাটিং ব্যর্থতার মুখও তুলে ধরা হয়। স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে বিজয়। প্রশ্ন ওঠে, চার ইনিংসে মাত্র ২৩ রান করা এই ওপেনার কীভাবে টেস্ট দলে সুযোগ পেলেন?
শান্তর জবাব সরল, আবার জটিল—ঘরোয়া ক্রিকেটে বিজয়ের রানের পাহাড়, অভিজ্ঞতা এবং দলের বাস্তবতা তাকে ফেরার পথ দেখিয়েছে, ‘৯ হাজারের বেশি রান, ২৪টা শতক-এই রেকর্ডের কাউকে উপেক্ষা করা যায় না। ওপেনিংয়ে আমাদের সমস্যা দীর্ঘদিনের। সে কারণে বিজয়কে নেওয়া হয়েছিল।’
গত বছর জাতীয় লিগে ৭০০ রানের পাহাড় গড়া বিজয় ফিরেছিলেন অনেক আশা জাগিয়ে। কিন্তু মাঠে নেমে রানের খাতা খুলতেই যেন লড়াই-০, ৪, ০, ১৯। বারবার শুরুতে উইকেট দিয়ে আসা তাঁকে ফেলে দিয়েছে সন্দেহের জালে।
শান্ত তাকে দায়ী করতে নারাজ, ‘হ্যাঁ, রান করতে পারেনি। হতাশাজনক। কিন্তু ওকে দোষ দিলেই সব বলা হয়ে যায় না। দল হিসেবে খেলতেই আমরা পারিনি।’ ব্যাটিং ভাঙনের পেছনে শান্ত দেখেন শট নির্বাচনে খামতি, মানসিক প্রস্তুতির ঘাটতি। প্রথম ইনিংসের বিপর্যয়েই ম্যাচটা হাতছাড়া হয়েছে বলে স্পষ্ট করে দেন তিনি।
বিজয় কি আবার সুযোগ পাবেন? অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিলেও শান্ত বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি, সামনে সুযোগ পেলে সে ভালো কিছু করে দেখাবে।’
Discussion about this post