ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিষেধাজ্ঞা থেকে ফেরার পরই ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগ এসে গিয়েছিল সাকিব আল হাসানের। কিন্তু সুযোগটা মিলছে না। অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলার সুযোগ হাতছাড়া হলো। হয়তো অজিদের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে আর খেলার সুযোগ নাও পেতে পারেন তিনি!
বিগ ব্যাশের একটি ফ্র্যাঞ্চাইজি সাকিবকে দলে টানতে চাইলেও, তাকে নিতে রাজি হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
এক বছরের নিষেধাজ্ঞা সামলে মাঠে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন সাকিব। কিন্তু ভারতীয় জুয়াড়ির প্রস্তাব পেয়ে তা গোপন রাখার মাশুল মনে হচ্ছে আরও দিতে হবে। বিগ ব্যাশে খেলার জন্য নিজের আগ্রহও প্রকাশ করেন সাকিব। একইভাবে একটি দল তাকে দলে নিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে অনুমতি চাইতে গেলে তৈরি হয় জটিলতা।
আপত্তি জানায় ক্রিকেট অস্ট্রেলিয়ার ইন্টিগ্রিটি পুলিশ। সাধারণ কোন খেলোয়াড় অনৈতিক কারণে শাস্তি পেয়ে থাকলে তাকে দলে নিতে আগ্রহ দেখায় না ক্রিকেট অস্ট্রেলিয়ার এই বিভাগ। এ কারণেই তারা জানাল- সাকিবের সঙ্গে চুক্তির অনুমতি দেওয়া সম্ভব নয়।
এর আগে ২০১৩-১৪ মৌসুমে প্রথমবার বিগ ব্যাশে খেলেন সাকিব। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলার পরের মৌসুমে খেলেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে।
কে জানে এখানেই হয়তো শেষ হয়ে গেল সাকিবের বিগ ব্যাশ অধ্যায়!
Discussion about this post