ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাস সত্যিকার অর্থেই পাল্টে দিয়েছে সবকিছু। এখন আগের মতো সাবলীলভাবে চলাফেরার সুযোগ নেই। ভ্যাকসিনও পৌঁছায় নি। এ অবস্থায় সতর্ক থেকেই চলছে মাঠের ক্রিকেট। জৈব সুরক্ষা বলয়ে থেকে চলবে মাঠের ক্রিকেট। ২০ জানুয়ারি প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। শুরুতেই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
তবে করোনার কারণে বড় বিপাকে গণমাধ্যম কর্মীরা। এবার তো অনুশীলন ম্যাচে সংবাদিক প্রবেশে অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৪ ও ১৬ জানুয়ারি সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মানে বিকেএসপিতে হবে ম্যাচ দুটি। একই মাঠে ১৮ জানুয়ারি প্রস্তুতি ম্যাচে নামবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এই ম্যাচে গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার সংরক্ষিত রাখছে বিসিবি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মধ্যমে বিষয়টি জানিয়েছে ক্রিকেট বোর্ড।
করোনার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা দল জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকায় ঝুঁকি নিতে চাইছে না বিসিবি। বিকেএসপিতে গণমাধ্যম কর্মীদের জন্য আলাদা জায়গা থাকলেও সেটি খেলোয়াড়দের ড্রেসিংরুমের সঙ্গে লাগানো। মিডিয়া কর্মীরা সুরক্ষা বলয়ের বাইরে রয়েছেন বলেই এমন সিদ্ধান্ত বিসিবির। তবে ম্যাচের ভিডিও ফুটেজসহ ছবি, স্কোর সরবরাহ করবে বিসিবি।
২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে করোনা পরবর্তী ক্রিকেটে ফিরবে বাংলাদেশ।
Discussion about this post