ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের কারণে গৃহবন্ধী হয়ে থাকতে হয়েছে টানা ৪ মাস। সংক্রমণ না কমলেও কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে সবকিছু। ক্রিকেটাররাও ফিরেছেন অনুশীলনে। যদিও দলীয় নয়, চলছে ব্যক্তিগত অনুশীলন। মিরপুরের শেরেবাংলায় গত কয়েকদিন ধরেই নিজেকে ব্যস্ত রেখেছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম। বৃহস্পতিবার থেকে তাদের তালিকায় যোগ দিলেন তাসকিন আহমেদ।
সকালে ব্যক্তিগত এই অনুশীলন করলেন মোহাম্মদ মিঠুন। সকাল ৯টা ৪০ মিনিটে হোম অব ক্রিকেটে এসে ৩০ মিনিটের জিম সেশন শেষ করে ঘণ্টাখানেকের মতো ইনডোরে ব্যাটিং করেন এরপর সকাল সাড়ে ৯টায় এসে সোয়া দশটা অব্দি জিম শেষে আধ ঘন্টা রানিং করেন শফিউল।
এরপর মিঠুন ও মুশফিক ঘাম ঝরানো অনুশীলন করলেন মিরপুরের হোম অব ক্রিকেটে। মুশফিকের শেষ হতেই প্রথম দিনের মতো মাঠে দেখা গেল তাসকিনকে। সকাল সাড়ে ১১টায় তার রানিংয়ের কথা থাকলেও পৌনে ১২টায় এই পেসারকে দেখা গেল মাঠে। ট্রেনার ইফতেখারুল ইফতির সঙ্গে সময় কাটালেন তাসকিন।
অনেক দিন পর মিরপুরের মাঠে ফিরে আনন্দিত তাসকিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানাচ্ছিলেন, ‘দীর্ঘদিন পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। অনেকদিন পর বাড়িতে এলে যেমন আনন্দ হয়, তেমন আনন্দ হচ্ছে। বাসায় থেকে যতটুকু পেরেছি অনুশীলন করেছি। তবে মিরপুরে স্টেডিয়ামে আসার সুযোগ হয়নি। আজ যখন প্রায় ৫ মাস পর মিরপুর স্টেডিয়ামে ঢুকলাম খুব স্বস্তি লাগছে।’
এর আগে বাসায় ফিটনেস নিয়ে কাজ করার করেন তাসকিন। একইসঙ্গে গ্যারেজে বোলিং করেন তিনি। এবার মাঠেও দেখা গেল তাকে।
Discussion about this post