ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কার্ডিফে অনুশীলনের সময় সোমবার কোমরের নিচে হালকা ব্যথা পেয়েছিলেন তামিম ইকবাল। ইচ্ছে করলে তিনি মঙ্গলবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারতেন। কিন্তু তিন দিন পরই বিশ্বকাপের আসল লড়াইয়ের কথা চিন্তা করে বাঁহাতি ওপেনার নেননি বাড়তি ঝুঁকি।
প্রস্তুতি ম্যাচে এমনিতেই ১৫ জনকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো যায়। তবে মঙ্গলবার বাংলাদেশ ও ভারত দুই দলই খেলছে ১৪ জনকে নিয়ে। তামিম বাংলাদেশের পক্ষে নেই, ভারতের পক্ষে নেই কেদার যাদবও।
কোমরে ব্যথা পেলেও স্ক্যান করার প্রয়োজন মনে হয়নি তামিমের। তাই টিম ম্যানেজমেন্ট ধরেই নিয়েছে তার চোট গুরুতর নয়। বিশ্বকাপের মূল লড়াইয়ে আগামী ২ জুন তাকে নিয়েই মাঠে নামতে পারবে বাংলাদেশ।
তামিম ইচ্ছা করলে ব্যাটিংয়েও নামতে পারেন বলে জানিয়েছেন দলের সঙ্গে এই মুহূর্তে কার্ডিফে থাকা অন্যতম নির্বাচক হাবিবুল বাশার।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তামিম। গেল আয়ারল্যান্ড সিরিজে ব্যাট হাতে দলকে জেতাতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। এবারের বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। এজন্য প্রস্তুতি ম্যাচে কোন বাড়তি ঝুঁকি নিতে চাইছেন তিনি। তারপরও দলের প্রয়োজনে ব্যাটিংয়ে নামলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
Discussion about this post