ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুঃসময় যখন আসে তখন নাকি চারপাশ থেকেই আসে! মাশরাফি বিন মর্তুজার পরিবারেও তাই হচ্ছে। এই তারকা ক্রিকেটার নিজে করোনা আক্রান্ত। দ্বিতীয় পরীক্ষাতেও পজেটিভ হয়েছেন সাবেক অধিনায়ক। এ অবস্থায় জানা গেল-তার স্ত্রী সুমনা হক সুমিও করোনা আক্রান্ত।
এর আগে কোভিড পজেটিভ হয়েছিলেন মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা! এমন কী মাশরাফির শাশুড়ি ও তার স্ত্রীর বোনও আক্রান্ত হন করোনায়।
২০ জুন করোনা পজেটিভ হয়েছিলেন মাশরাফি। নড়াইল-২ আসনের সংসদ সদস্য চিকিৎসা নিচ্ছেন রাজধানীত ঢাকায় তার মিরপুরের বাসায়। এরমধ্যে দুই সন্তানকে পাঠিয়ে দেন জন্ম শহর নড়াইলে। সেখানে দাদা-দাদীর কাছে আছেন তারা। কিন্তু মাশরাফিকে সেবা দিতে ঢাকাতেই থাকেন স্ত্রী সুমী।
স্বামীর সেবা করতে গিয়ে মাশরাফির স্ত্রীও কোভিড-১৯ পজেটিভ । ঢাকার বাসাতেই চিকিৎসা নিচ্ছেন সুমী। করোনা আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। তেমন কোন সমস্যা নেই তার।
মঙ্গলবার করোনাভাইরাস বিস্তার প্রতিরোধক এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে মাশরাফি জানাচ্ছিলেন দুই সন্তানকে ছাড়া সময়টা ভাল কাটছে না। তিনি বলেন, ‘আমি আমার সন্তানদের থেকে দীর্ঘ ১৭ দিন বিচ্ছিন্ন আছি। একজন বাবা হিসেবে এটা কতটা কষ্টের, তা বলে বোঝানো যাবে না। আমি আমার পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন আছি। তারাও আমার কাছে আসতে পারছেন না, এটা অনেক বেদনার।’
আগামী কয়েকদিনের মধ্যেই মাশরাফির তৃতীয় টেস্ট করানো হবে। নেগেটিভ হলেই নড়াইলের এই সংসদ সদস্য ফের আর্ত মানুষের পাশে দাঁড়াতে পারবেন।
Discussion about this post