অধিনায়ক হিসেবে নিজেকে অনন্য এক জায়গায় নিয়ে গেছেন তিনি। এবার পরিসংখ্যানও থাকল মাশরাফি বিন মর্তুজার পাশে। মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে ৯১ রানে জয়ের পর বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক বনে গেছেন তিনি। হাবিবুল বাশার সুমনের ২৯ জয় ছাড়িয়ে গেলেন অধিনায়ক মাশরাফি। ৫৩ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ৩০ জয়। নিশ্চিত করেই সেরাদের সেরা নড়াইল এক্সপ্রেস।
সেই ১৯৮৬ সাল থেকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন ১৩ জন। এতোদিন সবচেয়ে বেশি ম্যাচ জেতানো অধিনায়ক ছিলেন হাবিবুল বাশার। তার চেয়ে কম ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়ে জয়ে ছাড়িয়ে গেছেন মাশরাফি। বাশার ৬৯ ম্যাচে অধিনায়কত্ব করেছেন। জয় ২৯টিতে। হার ৪০টিতে। জয়ের শতকরা হার ৪২.০২। মাশরাফি এ পর্যন্ত ৫৩টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন টাইগারদের। তার মধ্যে জয় ৩০টিতে। হার ২১টিতে। অমিমাংসিত ২টি ম্যাচে। জয়ের হার ৫৮.৮২।
তৃতীয় স্থানে সাকিব আল হাসান। ৫০ ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন এই অলরাউন্ডার। তার অধীনে টাইগাররা জিতেছে ২৩ ম্যাচ। হেরেছে ২৬ ম্যাচে। ফল হয়নি ১টিতে। জয়ের হার ছিল ৪৬.৯৩।
মোহাম্মদ আশরাফুল নেতৃত্ব দিয়েছেন ৩৮ ম্যাচে। জয় ৮টিতে। হার ৩০টিতে। মুশফিকুর রহীম ৩৭ ম্যাচে নেতৃত্বে দিয়ে জিতেছেন ১১টিতে। হার ২৪টিতে।
Discussion about this post