লা লিগায় জয়ের ধারায় রয়েছে বার্সেলোনা। গত শনিবার রাতে আলমেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা। এনিয়ে রেকর্ড টানা সপ্তম জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে গোল দু’টি করেছেন লিওনেল মেসি ও আদ্রিয়ানো কোহেইয়া। অবশ্য দলের সেরা তারকা মেসির ইনজুরি তাদের জয়ের আনন্দ কিছুটা হলেও ম্লান করে দিয়েছে। বার্সার জয়ের রাতে হেরেছে আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আতলেতিকো মাদ্রিদের কাছে ০-১ গোলে হেরেছে তারা। লা লিগায় এই মৌসুমে এই প্রথম হারের তিক্ত অভিজ্ঞতা হল তাদের।
৭ ম্যাচে টানা সপ্তম জয় নিয়ে ২১ পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তাদের ঠিক পেছনে অ্যাতলেতিকো। তাদের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে রিয়াল।
Discussion about this post