বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। আজ (বৃহস্পতিবার) দুপুরে তার স্ত্রী রাবেয়া আক্তার প্রীতির কোলজুড়ে এসেছে এক কন্যাসন্তান।
বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মিরাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ দুপুরে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
পরিবারের গুরুত্বপূর্ণ এই সময়ে স্ত্রী-সন্তানের পাশে থাকতে সদ্য সমাপ্ত নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন এই তারকা অলরাউন্ডার। যদিও সিরিজ ও এশিয়া কাপের জন্য ঘোষিত স্কোয়াডেও ছিলেন না মিরাজ। মাঠের বাইরে থেকেও তিনি প্রমাণ করলেন, পরিবারের জন্য তার টান কতটা গভীর।
২০১৯ সালের মার্চে খুলনার মেয়ে রাবেয়া প্রীতিকে বিয়ে করেন মিরাজ। এক বছর পর, ২০২০ সালের অক্টোবরে প্রথম সন্তান ওয়াফিক হাসানের জন্ম হয়। এরপর আজ নতুন অতিথির আগমনে আরও একবার আনন্দে ভরে উঠল মিরাজ পরিবার। পরিবারের নতুন সদস্যের নাম এখনও ঠিক হয়নি বলে জানা গেছে।
Discussion about this post