বাংলাদেশি বলে একটা আবেগ থাকেই। তার নামটাও যেন আপন করে নেয়-রবিন দাস! বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে ঢাকা ডমিনেটর্সে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত এই ইংলিশ ক্রিকেটার। প্রথমবারের মতো বাংলাদেশের এসেই নিজের মনের কথা বললেন এসেক্সের ক্রিকেটার।
‘আমি বাংলাদেশকে ভালোবাসি’- ভাঙা উচ্চারণে মুখ দিয়ে বের হলো রবিন দাসের। পৈতৃক সূত্রে বাংলাদেশের সঙ্গে যোগসূত্র রয়েছে ২০ বছর বয়সী রবিনের। তার বাবা মৃদুল কান্তি দাসের আদি বাড়ি সিলেটের সুনামগঞ্জে। ২০২০ সালে শুধু দেশি ক্রিকেটারদের নিয়ে হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টির ড্রাফটে নাম লিখিয়েছিলেন তিনি বাংলাদেশি হিসেবে। কিন্তু তখন দল পান নি।
এবার বিপিএলে দল পেয়ে খুশি রবিন। সোমবার মিরপুরে দাঁড়িয়ে বলছিলেন, ‘আমি অনেক বেশি রোমাঞ্চিত। এটা আমার বাবার দেশ। উনি আমাকে বাংলাদেশের বাড়ির কথা বলতেন। উনি খুবই খুশি যে এই টুর্নামেন্ট খেলতে এসেছি আমি।’
ঢাকার হয়ে পুরো মৌসুম খেলবেন রবিন। দলের সঙ্গে সিলেটও যাবেন তিনি। সেখানে বাবার পরিবারের আত্মীয়দের সঙ্গে দেখা করার ইচ্ছা রয়েছে। বলেন, ‘তারা (আত্মীয়রা) সবাই খুব খুশি, অনেক রোমাঞ্চিত। শুধু আমার পরিবারের সদস্যরাই নয়, আমার এখানকার আত্মীয়রাও খুব খুশি। তারা আমাকে বিমানবন্দরে স্বাগত জানাতে গিয়েছিল। আমাকে বাংলাদেশে দেখে খুবই খুশি হয়েছে। আশা করছি খেলতেও দেখবে। আমি আমার আত্মীয়দের দেখতে যাব। আমার বাবার পরিবারের সঙ্গে দেখা করবো। সিলেটে গিয়ে আমার বাবার জেলায় খেলতে পারা আমার জন্য অনেক বড় ব্যাপার হবে।’
এমনিতে ইংল্যান্ডে ব্রেন্টউড স্কুলে পড়াশোনা করেছেন রবিন। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলেন এসেক্সের ক্রিকেটার। ২০১৯ সালে রবিন এসেক্সের ‘বর্ষসেরা অ্যাকাডেমি খেলোয়াড়’ হন।
ইংল্যার্ডের জার্সিতে এক ম্যাচে অতিরিক্ত ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন রবিন। নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে ফিল্ডিংয়ে নেমে চার বল ফিল্ডিং করে মাঠ থেকে উঠে যান! তার স্বপ্ন ইংল্যান্ডের হয়ে খেলার। বলছিলেন, ‘এখন অব্দি আমার স্বপ্ন ইংল্যান্ডের হয়ে খেলা। ভবিষ্যতের জন্য আমি কোনো দরজা বন্ধ করতে চাই না। ইংল্যান্ডের হয়ে খেলাই স্বপ্ন।’
Discussion about this post