সকাল থেকেই নাটকের পর নাটক! দুই শিবিরেই করোনা আতঙ্ক। বলা হচ্ছিল দুই শ্রীলঙ্কান ক্রিকেটার ও কোচ করোনা পজেটিভ। একইভাবে বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজারকে ঘিরেও ছিল এমন আশঙ্কা। তবে এরপরই মেলে স্বস্তির খবর। জানা যায় প্রথম পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছিলেন শ্রীলঙ্কার বোলিং কোচ চামিন্দা ভাস ও দুই পেসার ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো। কিন্তু দ্বিতীয় পিসিআর পরীক্ষায় ভাস ও উদানার নেগেটিভ হন। তবে ফের পজিটিভ হয় ফার্নান্দোর ফল। এ অবস্থায় তাকে আইসোলেশনে রেখে খেলা শুরু।
বাংলাদেশ দলে যে করোনার খবর ছিল সেটিও ভুল। সব মিলিয়ে রোববার নির্ধারিত সময়েই শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে। যেখানে টস ভাগ্য ছিল তামিম ইকবালের পক্ষে। মিরপুরের শেরেবাংলায় তিনি শুরুতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রথম ওয়ানডের একাদশে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনসহ আছেন তিন পেসার। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ একাদশে। স্পিন বিভাগের আছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, মহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব।
রোববার তিন ম্যাচ সিরিজের প্রথমটির একাদশে অবশ্য সুযোগ অলরাউন্ডার সৌম্য সরকার। একাদশে আছেন মোহাম্মদ মিঠুন। মেহেদি হাসান ও মোসাদ্দেক হোসেনকে পেছনে ফেলে প্রথম সুযোগটা পেলেন আফিফ হোসেন। দুই সিরিজ শেষে ফের দলে ফিরেছেন সাকিব।
শ্রীলঙ্কা দলে নেই নিরোশান ডিকভেলা ও দনাঞ্জয়া। প্রস্তুতি ম্যাচে ভাল ব্যাটিংয়ের পরও প্রথম ওয়ানডেতে দলে জায়গা পাননি কিপার-ব্যাটসম্যান ডিকভেলা। এই ম্যাচ দিয়ে অধিনায়কত্বের অভিষেক হলো ওপেনার কুসল পেরেরার। একাদশে জায়গা হয়নি আকিলা দনাঞ্জয়া।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ-
কুসল পেরেরা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ভানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, দুশমন্থ চামিরা, লাকসান সান্দাক্যান।
Discussion about this post