ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সময়টা ভাল যাচ্ছে না গত কয়েক বছর ধরেই। তারপরও জড়িয়ে ছিলেন ফুটবলের সঙ্গে। নানা রোগে ভুগছিলেন বাদল রায়। এবার সাবেক এই তারকা ফুটবলার পেলেন আরেক দুঃসংবাদ। প্রাণঘাতী লিভার ক্যান্সারে আক্রান্ত তিনি।
বাংলাদেশ জাতীয় দলের এই সাবেক তারকা ফুটবলার শ্বাসকষ্টজনিত সমস্যার নিয়ে কিছু দিন আগে ভর্তি হয়েছিলেন রাজধানীর আসগর আলী হাসপাতালে। এরপর কিডনিতে জটিলতা দেখা দিলে বাদল রায়কে স্কয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এবার জানা গেল তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত।
বাদল লিভার ক্যান্সারের চতুর্থ স্তরে রয়েছেন। ডাক্তাররা বলেছেন এটা তার শরীরের অনেক অংশে ছড়িয়ে পড়েছে। তাকে হাসপাতালেই রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিবার ও বন্ধুরা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে রেখে চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে।
এর আগে ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় সিঙ্গাপুরে মস্তিস্কে জটিল অস্ত্রোপচার করা হয় বাদল রায়ের। সেই ধাক্কা সামলে উঠলেও স্বাভাবিক চলাচলের ক্ষমতা হারান তিনি। মাঝে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনেও অংশ নিয়েছেন। এবার নতুন করে জীবন শঙ্কায় বাদল।
তবে মাঠের দাপুটে এই ফুটবলার হাল ছাড়ছেন না। ক্যান্সারের বিরুদ্ধে লড়ে যেতে চান। এ জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
জাতীয় ফুটবল দলের হয়ে ১৯৮১ থেকে ৮৬ পর্যন্ত খেলেছেন বাদল রায়। এছাড়া মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে ১৯৭৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত খেলেন তিনি। ২০০৯ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন বাদল রায়। বর্তমানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
Discussion about this post