ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিউজিল্যান্ডের কন্ডিশনে এবার ভালো কিছু করে দেখানোর আশা করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু শনিবার মাঠের লড়াইয়ে নামার সঙ্গে সঙ্গে সেই পুরনো বাংলাদেশকেই যেন ফের নতুন করে দেখা গেল। ট্রেন্ট বোল্ট, জেমি নিশামদের পেসে দিশেহারা হয়ে অল্পতেই গুটিয়ে যায় সফরকারীদের। খেসারতটা ৮ উইকেটে হেরেই দিতে হয়েছে লাল-সবুজ প্রতিনিধিদের। এজন্য দলীয় অধিনায়ক ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছেন।
শনিবার কুইন্সটাউনে টস হেরে ব্যাট করতে নেমে ১৩১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ড লক্ষ্যে পৌঁছাতে সময় নেয় মাত্র ২১.২ ওভার। এজন্য তারা হারায় মাত্র ২ উইকেট। তবে ম্যাচ শেষে তামিমের কাঠ গড়ায় শুধু ব্যাটিং, ‘আমার মনে হয় অনেক বেশি সফট ডিসমিসাল ছিল। কোনো সন্দেহ নেই, তারা অনেক ভালো বল করেছে। আমাদের ব্যর্থতার দায় আমাদের ওপরই দিতে হবে। আমাদের ব্যাটিংয়ের কোথাওই গর্ব করার মত কিছু ছিল না।’
কোয়ারেন্টিনের কারণে এবার ক্রিকেটাররা প্রায় ৩ সপ্তাহ ধরে নিউজিল্যান্ডে থেকেছেন, এরপর খেলতে নেমেছেন। এজন্য এবার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অন্য বারের চেয়ে বেশি সময়ই পেয়েছেন তারা। কিন্তু মাঠের লড়াইয়ে নিজের মেলে ধরতে পারেনি সফরকারীরা। তািই তামিমের কণ্ঠে হতাশা, ‘এখানে অনেক দিন হল অবস্থান করছি। প্রস্তুতি নিয়ে অভিযোগের কোনো সুযোগ নেই। আমাদের জন্য নিউজিল্যান্ড নতুন কিছু না। আমরা জানতাম কেমন মোকাবেলা করতে হতে পারে। আশা করি সামনে ভালো করতে পারব।’
প্রথম ম্যাচে ভালো করতে পারলেও নিজেদের প্রত্যাশা ভালোভাবেই জানা বলে মন্তব্য করেছেন তামিম,‘আমাদের কয়েকদিনের প্রস্তুতি ছিল। এটা আমার কাছে নতুন নয়, আমরা নিউজিল্যান্ডে আসছি। আমরা জানি আমাদের প্রত্যাশা কি। আশা করি পরের ম্যাচ ভালো কিছু হবে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৪১.৫ ওভারে ১৩১/১০
নিউজিল্যান্ড: ২২.২ ওভারে ১৩২/২
ফল: ৮ উইকেটে জয়ী নিউজিল্যান্ড।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে নিউজিল্যান্ড।
ম্যাচসেরা: ট্রেন্ট বোল্ট।
Discussion about this post